আরও পড়ুন- সবাইকে তাজ্জব করে আগেভাগেই বিয়ে সারলেন রণবীর আলিয়া! ভাইরাল হল বিয়ের এই ছবি
তবে, কোনও জটিলতা ছাড়াই সুন্দরভাবে জন্মগ্রহণ করেছে ওই শিশুটি। নবজাতকের ঠাকুমার আতঙ্ক অবশ্য কাটেনি। তাঁর ঘোর সংশয়, “অন্ধকারে কীভাবে বাচ্চার ডেলিভারি হয়? যদি কোনও জটিলতা হয় এবং কিছু ভুল হয়ে যায়?” এই প্রশ্নই করা হলে নার্সরা জানান, জেনারেটর মেরামত করতে দেওয়া হয়েছে তাই জরুরি আলো জ্বালানো সম্ভব হচ্ছে না। “ওয়ার্ডের ভিতরটা মহিলাদের এবং সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য নরক। এখানে অন্ধকার, সেখানে মশা, এবং ততটাই গরম। হাসপাতাল থেকে আমাদের কি এটাই আশা করা উচিত?” প্রশ্ন তোলেন অন্য এক মহিলা। রাজ্যের অনেক অংশই সেদিন বিদ্যুৎহীন ভাবে কাটিয়েছে।
advertisement
পিজি জাঙ্গারেড্ডিগুডেম এলাকার হাসপাতালেও রোগীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। জেনারেটরে ডিজেল নেই বলে দাবি করেন কর্মীরা। প্রায় সারা রাত অন্ধকারে ছিল হাসপাতাল। জাঙ্গারেডিগুডেমের সরকারি হাসপাতালের একটি ভিডিওতেও দেখা গিয়েছে রোগী ও পরিচারিকারা ওয়ার্ডের ভেতরে সম্পূর্ণ অন্ধকারে, সেলফোনের আলো ব্যবহার করে চলাফেরা করছেন।
আরও পড়ুন- ঋষি কাপুর, নীতু সিংয়ের বিয়েকেই অনুসরণ, গুরুদ্বারে লঙ্গর খাওয়াবেন রণবীর আলিয়া
ক্রমবর্ধমান চাহিদার কারণে ৫০ শতাংশ পাওয়ার কাটের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের বিদ্যুৎ বিভাগ। কিন্তু প্রচণ্ড গরমে রাজ্যের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় পাঁচ লাখ ইউনিট বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বিরোধী তেলগু দেশম পার্টি (টিডিপি) জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনেছে। গত মাসেই, অন্ধ্রপ্রদেশ ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (ইআরসি) রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা করেছে।