TRENDING:

Train Fire: ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড

Last Updated:

Train Fire :ধনতেরাসের সকালেই মারাত্মক ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে আগুন লাগল গরিব রথ ট্রেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব:  ধনতেরাসের সকালেই মারাত্মক ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে আগুন লাগল গরিব রথ ট্রেনে। জানা গিয়েছে, লুধিয়ানা থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি পঞ্জাবের সরহিন্দ স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ১২২০৪ সংখ‍্যার অমৃতসর-সহরসার একটি কামরায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের ১৯ নম্বর কামরায় লেগেছে আগুন। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু যাত্রী।
ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
advertisement

সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই লেগেছে এই আগুন। এই ট্রেনে লুধিয়ানার অনেক ব্যবসায়ী ভ্রমণ করছিলেন। কামরায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ‍্যে। লোকো পাইলট তৎপরতা দেখিয়ে ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেনটি তৎক্ষণাৎ থামান, এরপর বগিতে থাকা যাত্রীরা তাদের জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ নেমে পড়েন। হুড়োহুড়ির মধ্যে ট্রেন থেকে নামতে গিয়ে অনেক যাত্রী আহতও হয়েছেন।

advertisement

আরও পড়ুন: ১৮ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সকাল ৭ টা নাগাদ ঘটেছে আগুন লাগার ঘটনা। খবর পাওয়া মাত্রই রেলওয়ে এবং পুলিশের দলগুলি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। আগুনে একজন মহিলার পুড়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। যাত্রীদের মতে, ট্রেনটি সকাল ৭.৩০ টায় সরহিন্দ স্টেশন ক্রস করেছিল। সেই সময় একজন যাত্রী ট্রেনের ১৯ নম্বর বগি থেকে ধোঁয়া উঠতে দেখেন। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে চেন টেনে দেন। ধোঁয়ার সঙ্গে সঙ্গে আগুনের শিখাও উঠতে শুরু করে, ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: কোনও বিশেষ পুজো হয় না, কালীপুজোর সন্ধ্যায় দেবীকে শয়ন দিয়ে মন্দির চত্বর রাখা হয় ফাঁকা! কোন কালীমন্দিরের এই নিয়ম জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

আগুনের খবর পাওয়া মাত্রই রেলওয়ে, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দলগুলি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সেখানে হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা বগি থেকে নামতে শুরু করেন। এই সময়ে অনেক যাত্রী আহতও হন। তাড়াহুড়োয় কিছু লোকের জিনিসপত্রও বগিতেই রয়ে যায়। ১৯ নম্বর বগিতে আগুন দেখেই আশেপাশের বগির যাত্রীরাও ভয়ে নেমে পড়েন। এই সময়ে ট্রেনে থাকা টিটিই এবং ট্রেনের পাইলটও ঘটনাস্থলে পৌঁছে যান। তারা ঘটনাটির খবর তৎক্ষণাৎ রেলওয়ে কন্ট্রোলকে দেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train Fire: ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল