Kalipujo 2025: কোনও বিশেষ পুজো হয় না, কালীপুজোর সন্ধ্যায় দেবীকে শয়ন দিয়ে মন্দির চত্বর রাখা হয় ফাঁকা! কোন কালীমন্দিরের এই নিয়ম জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Kalipujo 2025: কালীপুজোর সন্ধ্যায় মাকে শয়ন দিয়ে মন্দির চত্বর রাখা হয় ফাঁকা,কারণ কী? 
 চলতি মাসের ২০ তারিখ দীপান্বিতা কালীপুজো। তবে লাল মাটির জেলা বীরভূমের নলহাটির আকালীপুর গ্রামে মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্যকালী মন্দিরে দীপান্বিতা কালীপুজো উপলক্ষে বিশেষ কোনও পুজো হয় না মা গুহ্যকালীর। প্রতিদিনের মতো পুজোপাঠ, অন্নভোগ ও আরতি হয়। তবে হয় না শ্যামা পুজো। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
 মন্দিরের পুরোহিত দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আরতি দেওয়ার পরে মন্দিরের দরজা বন্ধ করে মাকে শয়ন দেওয়া হয়।’’ অন্যান্য কালী মন্দিরে কালীপুজোর দিন ধুম ধাম করে মা কালীর আরাধনা করা হলেও বীরভূমের এই মন্দির ব্যাতিক্রম। তবে কালীপুজো উপলক্ষে মাকে নতুন কাপড় পরিয়ে ফুলের মালা দিয়ে সাজানো হয় প্রত্যেক বছর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
 তবে কেমন দেখতে সেই মন্দিরটি! সুউচ্চ মন্দিরটি নির্মিত ইট দিয়ে। অষ্টকোণাকৃতি মন্দির। এর চারপাশ দিয়ে রয়েছে প্রদক্ষিণ করার পথ। পরিক্রমা পথের চারধার আবার উঁচু পাঁচিলে ঘেরা। মন্দিরের প্রবেশদ্বার মোট তিনটি। মূল দ্বারটি দক্ষিণ দিকে। এখানে দেবীর অধিষ্ঠান দক্ষিণাভিমুখী। অন্য দুটি দ্বার পূর্ব ও পশ্চিমে। মন্দিরের চৌকাঠগুলি নির্মিত ব্যাসল্ট পাথরে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
 গুহ্যকালী মন্দিরের বিগ্রহটি অভিনব। আনুমানিক প্রায় দুশো বছরের বেশি প্রাচীন বিগ্রহটি দেড় ফুট উঁচু বেদিতে প্রতিষ্ঠিত। কষ্টিপাথরে নির্মিত। সর্পকুণ্ডলীর উপরে যোগমুদ্রায় দেবী উপবিষ্টা। উচ্চতায় প্রায় চার ফুট। সর্পালঙ্কারে ভূষিতা দেবী দ্বিভুজা। ত্রিনয়নীর ডান হাতে বরাভয়, বাম হাতে অভয় মুদ্রা। তাই এবার আপনি যদি কালী পুজোর সময় বা আগে বীরভূম আসেন তাহলে অবশ্যই ঘুরে আসুন এই মন্দির থেকে মিলবে মনের শান্তি ও স্বস্তি।ছবি ও তথ্য: সৌভিক রায়



