TRENDING:

Tripura assembly election: সকালে মমতার পদযাত্রা, বিকেলে যোগীর রোড শো! ভোট প্রচারে ত্রিপুরা জমজমাট

Last Updated:

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  “উজ্জ্বল ভবিষ্যতের ১০ অঙ্গীকার”-এর ঘোষণা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরার ভোট প্রচারে আজ আগরতলায় রোড শো করবেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায়। ত্রিপুরা বিধানসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই তিনি এসে গিয়েছেন রাজ্যে৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করেছেন ভোটের প্রচার।
ত্রিপুরায় প্রচারে মমতা।
ত্রিপুরায় প্রচারে মমতা।
advertisement

রাজ্যের মানুষের সঙ্গে একাত্মতা বোঝাতে গিয়ে তিনি বারবার তুলে এনেছেন দীর্ঘ সময় ধরে ত্রিপুরার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কথা৷ এ দিন তাঁর সেই পুরানো চেনা জায়গাতেই মিছিলে পা মেলাবেন মমতা বন্দোপাধ্যায় সঙ্গী অভিষেক বন্দোপাধ্যায়।

আরও পড়ুন: ত্রিপুরায় মেগা ভোট প্রচার, আজ মমতা-অভিষেকের উপস্থিতিতেই শুভেন্দুর জোড়া সভা-যোগীর রোড শো

advertisement

গতকাল ৬ ফেব্রুয়ারি মা ত্রিপুরেশ্বরীর দর্শন করে, সবার মঙ্গলকামনায় পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর আগরতলায় আজ পদযাত্রা করবেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে, রাজবাড়ির সামনে দিয়ে, জ্যাকসন গেট (দুর্গা বাড়ি ও তুলসিবাটি স্কুল) থেকে কামান চৌমুহনি হয়ে, পোস্ট চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, বটতলা, ফায়ার সার্ভিস চৌমুহনি, খের চৌমুহনি, বিদুরকাতা চৌমুহনি ও আরএমএস চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফিরে আসবে এই পদযাত্রা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনেই হবে সভা৷

advertisement

ইতিমধ্যেই যে যে পথ ধরে মিছিলে পা মেলাবেন মমতা বন্দোপাধ্যায়, বিকেলে সেই এলাকাতে রোড শো করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ গতকাল শহরের একাংশে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সব মিলিয়ে ত্রিপুরার ভোট প্রচার সরগরম হয়ে উঠেছে।

আরও পড়ুন: 'যখন তোমার কেউ ছিল না আমি ছিলাম,' ত্রিপুরায় পা রেখে কী ইঙ্গিত দিলেন মমতা

advertisement

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  “উজ্জ্বল ভবিষ্যতের ১০ অঙ্গীকার”-এর ঘোষণা করা হয়েছে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য প্রধান তিনটি সমস্যা সমাধানের প্রচেষ্টা তাঁদের মূল লক্ষ্য বলে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। পানীয় জলের সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য তাঁরা অঙ্গীকারবদ্ধ। ইস্তাহারে বলা হয়েছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলে, আগরতলা পুলিশ কমিশনারেট প্রতিষ্ঠিত করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

এর পাশাপাশি ১০ হাজার যুবককে মাসিক ১,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। এ ছাড়া যে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদের সমস্যার আইনি সমাধান না হওয়া পর্যন্ত তাঁদেরকেও এই আওতায় আনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি শূন্যপদ পূরণ করে, প্রথম বছরে ৫০ হাজার কর্মসংস্থান ও আগামী ৫ বছরে ২ লক্ষ কর্মসংস্থান তৈরি করার অঙ্গীকার করা হয়েছে নির্বাচনী ইস্তাহারে। ‌

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: সকালে মমতার পদযাত্রা, বিকেলে যোগীর রোড শো! ভোট প্রচারে ত্রিপুরা জমজমাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল