Mamata || Tripura Assembly Election: হঠাৎ ঢুকে পড়লেন 'রাধা-গোবিন্দ' মিষ্টির দোকানে! তারপর...? ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata || Tripura Assembly Election: উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আগরতলার উদ্দেশ্য রওনা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্রামগঞ্জে নেমে পড়েন৷ জাতীয় সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়েন আচমকাই৷
আগরতলা : ত্রিপুরায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আগরতলার উদ্দেশ্য রওনা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্রামগঞ্জে নেমে পড়েন৷ জাতীয় সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়েন আচমকাই৷ হারাধন ঘোষের রাধাগোবিন্দ মিষ্টির দোকান। সেখানেই ঢুকতে দেখা যায় তাঁকে। তার সঙ্গে সেই সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দোকানে ঢুকতে দেখেই আশেপাশের বহু মানুষ ছুটে আসেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। হারাধন বাবুর সাথে হাত মিলিয়ে সিঙাড়া বানান তিনি৷ এরই মাঝে তিনি কথায় কথায় জেনে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় মানুষ কী কী সাহায্য পান এখানে৷ সব প্রকল্পের সুবিধা পাওয়া যায় কিনা৷
advertisement

advertisement
জাতীয় সড়কের পাশে দোকান তাই মানুষের মন বুঝেছেন তিনি৷ এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন চা বানানো৷ নিজেই সেই চা বানিয়ে অনেককে দেন৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দোকানের সামনে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement

চা-দোকানেই মমতা কথায় কথায় বলেন, "আমরা ঘরের মেয়েরা সব কাজ করতে পারি। সংসারের সব কাজ আমরা করি৷" এরপরেই তিনি পানের খিলি বানান৷ ত্রিপুরায় কারও ঘরে গেলেই পান দেওয়া হয়৷ এটাই আপ্যায়নের দস্তুর। এদিন সে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিন আগরতলায় পৌঁছেই মাতাবাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে ত্রিপুরায় তৃণমূলের নতুন করে সংগঠন কাজ শুরু করলে, অভিষেক বন্দোপাধ্যায় এখানে পুজো দিয়েছিলেন। ত্রিপুরার মানুষের সঙ্গে তিনি কতটা একাত্ম এদিন তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
Feb 06, 2023 7:37 PM IST










