Mamata || Tripura Assembly Election: হঠাৎ ঢুকে পড়লেন 'রাধা-গোবিন্দ' মিষ্টির দোকানে! তারপর...? ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক

Last Updated:

Mamata || Tripura Assembly Election: উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আগরতলার উদ্দেশ্য রওনা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্রামগঞ্জে নেমে পড়েন৷ জাতীয় সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়েন আচমকাই৷

ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক
ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক
আগরতলা : ত্রিপুরায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আগরতলার উদ্দেশ্য রওনা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্রামগঞ্জে নেমে পড়েন৷ জাতীয় সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়েন আচমকাই৷ হারাধন ঘোষের রাধাগোবিন্দ মিষ্টির দোকান। সেখানেই ঢুকতে দেখা যায় তাঁকে। তার সঙ্গে সেই সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দোকানে ঢুকতে দেখেই আশেপাশের বহু মানুষ ছুটে আসেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। হারাধন বাবুর সাথে হাত মিলিয়ে সিঙাড়া বানান তিনি৷ এরই মাঝে তিনি কথায় কথায় জেনে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় মানুষ কী কী সাহায্য পান এখানে৷ সব প্রকল্পের সুবিধা পাওয়া যায় কিনা৷
advertisement
advertisement
জাতীয় সড়কের পাশে দোকান তাই মানুষের মন বুঝেছেন তিনি৷ এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন চা বানানো৷ নিজেই সেই চা বানিয়ে অনেককে দেন৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দোকানের সামনে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
চা-দোকানেই মমতা কথায় কথায় বলেন, "আমরা ঘরের মেয়েরা সব কাজ করতে পারি। সংসারের সব কাজ আমরা করি৷" এরপরেই তিনি পানের খিলি বানান৷ ত্রিপুরায় কারও ঘরে গেলেই পান দেওয়া হয়৷ এটাই আপ্যায়নের দস্তুর। এদিন সে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিন আগরতলায় পৌঁছেই মাতাবাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে ত্রিপুরায় তৃণমূলের নতুন করে সংগঠন কাজ শুরু করলে, অভিষেক বন্দোপাধ্যায় এখানে পুজো দিয়েছিলেন। ত্রিপুরার মানুষের সঙ্গে তিনি কতটা একাত্ম এদিন তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata || Tripura Assembly Election: হঠাৎ ঢুকে পড়লেন 'রাধা-গোবিন্দ' মিষ্টির দোকানে! তারপর...? ত্রিপুরায় জনসংযোগে মমতা! সঙ্গী অভিষেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement