'ত্রিপুরা বিধানসভা ভোটে নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল', পিংলা থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

ত্রিপুরা নির্বাচনের আগে এবার পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে ত্রিপুরা নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূল পাবে বলে কটাক্ষ বিজেপি নেতার।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
পিংলা: আগামি ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। বিজেপি, কংগ্রেস, বামেদের সঙ্গে লড়াইয়ে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বভাবতাই পাশের রাজ্যের নির্বাচনের আঁচ পশ্চিংবঙ্গেও কম নয়। টিএমসির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রচারে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারাও। নির্বাচনের আগে এবার পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে ত্রিপুরা নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূল পাবে বলে কটাক্ষ বিজেপি নেতার।
পিংলার সভা শেষে সাংবাদিক বৈঠকে কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারী বলেন,'ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 'নোটা'র থেকেও কম ভোট পাবে তৃণমূল। আমরা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই মানছি না, সেই কারণেই ত্রিপুরায় দলীয় প্রচারে আমি কিম্বা আমাদের কোনও নেতাই তৃণমূল শব্দটাই উচ্চারণ করেনি। আমার কথা মিলিয়ে নেবেন, ভোটের ফলাফলে তৃণমূল 'নোটা' র থেকেও কম ভোট পাবে।' ত্রিপুরার পুরভোটের ফলাফল স্মরণ করিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।
advertisement
রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ইস্তাহার প্রকাশ করা হয়। সেখানে লক্ষ্মীর ভান্ডার সহ বাংলা মডেলকে গুরুত্ব দিয়ে তৃণমূলের তরফে ত্রিপুরার মহিলা ভোটারদের 'টার্গেট' করা হয়। এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'ত্রিপুরাতে বিজেপির বিরুদ্ধে যতই প্রচার করুক না কেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, মানুষ বিজেপির উপরেই আস্থা রাখবে'। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর নিয়েও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন,'কোনও লাভ হবে না। বাংলার তৃণমূল সরকার ও শাসক দলের দুর্নীতি বেনিয়ম কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তা ত্রিপুরাবাসীর আজানা নয়'।
advertisement
advertisement
প্রসঙ্গত, তৃণমূলের দলীয় ইস্তাহারে লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, তফশিলী, উপজাতি পরিবারের মহিলাদের ১০০০ টাকা মাসে। এছাড়া ইস্তাহারে উল্লেখ প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা। এডিসি এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মান্ডির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের আর্থিক সহায়তাও উল্লেখ ইস্তাহারে। ত্রিপুরার নির্বাচনী ইস্তাহারে মোট ১০'টি বিষয় উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ত্রিপুরা বিধানসভা ভোটে নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল', পিংলা থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement