দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফুটব বিশ্বে অন্যতম সেরা দ্বৈরথ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই তারকার রেকর্ডের ঝুলিও ভর্তি।
2/ 6
বার্সায় মেসি ও রিয়াল মাদ্রিদে রোনাল্ডো থাককালীন কখনও মেসি এগিয়েছেন, কখনও রোনাল্ডো এগিয়েছেন। তবে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ মেসির আগে পেয়েছিল রোনাল্ডো।
3/ 6
২০১৬ সালে ইউরো জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। মেসি আন্তর্জাতিক ট্রফি জেতে ২০২১ সালে কোপা আমেরিকা। তবে কাতার বিশ্বকাপ জয় মেসিকে রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে।
4/ 6
বর্তমানে ক্লাব ফুটবলে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সিআরসেভেন। মেসি খেলেন পিএসজিতে। আর ক্লাব ফুটবলে ফের আরও এক রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন মেসি।
5/ 6
পিএসজির হয়ে মঁপেলিয়ারের বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ড গড়েন মেসি। এত দিন ইউরোপের সেরা ৫টি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো। ৬৯৬টি গোল ছিল পর্তুগিজ তারকার।
6/ 6
মঁপেলিয়ারের বিরুদ্ধে গোল করে রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন মেসি। নিজের ৬৯৭তম গোল করলেন তিনি। রোনাল্ডোর থেকে ৮৪ ম্যাচ কম খেলে এই নজির গড়েছেন মেসি।
ফের রোনাল্ডোকে হারালেন মেসি, সিআরসেভেনের প্রিয় রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এলএমটেন
বার্সায় মেসি ও রিয়াল মাদ্রিদে রোনাল্ডো থাককালীন কখনও মেসি এগিয়েছেন, কখনও রোনাল্ডো এগিয়েছেন। তবে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ মেসির আগে পেয়েছিল রোনাল্ডো।
ফের রোনাল্ডোকে হারালেন মেসি, সিআরসেভেনের প্রিয় রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এলএমটেন
২০১৬ সালে ইউরো জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। মেসি আন্তর্জাতিক ট্রফি জেতে ২০২১ সালে কোপা আমেরিকা। তবে কাতার বিশ্বকাপ জয় মেসিকে রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে।
ফের রোনাল্ডোকে হারালেন মেসি, সিআরসেভেনের প্রিয় রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এলএমটেন
পিএসজির হয়ে মঁপেলিয়ারের বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ড গড়েন মেসি। এত দিন ইউরোপের সেরা ৫টি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো। ৬৯৬টি গোল ছিল পর্তুগিজ তারকার।