
PM Narendra Modi Arrives South Africa To Join G20 Summit: জি২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী রবিবার পর্যন্ত সে দেশে থাকবেন তিনি। এ বার জি২০ সম্মেলনের আসর বসেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
Last Updated: Nov 21, 2025, 22:46 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST