জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। তাঁদেরকে পাশে বসিয়েই ফের একবার বিজেপিমুক্ত ভারত ও দিন বদলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাট মমতাকে বলেছেন, 'আমরা যখন আশার আলো ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা অন্ধকারে ছিলাম তখন আপনি আশার আলো দিয়েছেন। স্টোরি অফ ইন্ডিয়া আজ হারিয়ে গিয়েছে, এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এখন আপনিই আশা।' মমতা এদিন দিন বদলের বড় দায়িত্ব পালনের ভার দিয়েছেন নাগরিক সমাজের উপরেও। ৯৯ শতাংশ কাজ নিজের কাঁধে নেওয়ার অঙ্গীকার করে মমতার আহ্বান, 'সিভিক সোসাইটিকেই গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পেশিশক্তিকে আমরা ভালোবাসি না'।
advertisement
আরও পড়ুন: উদ্ধবের বার্তা নিয়ে মমতার কাছে আদিত্য ঠাকরে! এবার কি অন্য সমীকরণ?
আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, মুম্বইয়ে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা
মহেশ ভাটের প্রশ্নের পর মমতা বলেছেন, 'বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু'জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।'
বিজেপিকে হটানোর ডাক দিয়ে কটাক্ষের সুরে মমতার দাবি, 'রাজনীতিকরাই শুধু প্রধানমন্ত্রী হবেন কেন? আমরা গণতন্ত্র বাঁচাতে পারব নাকি সেটাই আসল। বিজেপিকে হটাতে হবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা রাজ্যগুলির উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রী হওয়াটা বিষয় নয়, বিজেপিকে দেশ থেকে বোল্ড আউট করতে হবে। কেউ যদি ভয় পায়, কেউ যদি বিজেপি এর টিআরপি বাড়ায়, আমরা ৬- ৮ বছর ধরে অপেক্ষা করছি। কিন্তু কেউ যদি না করতে পারে কাউকে তো লড়াই করতে হবে। কংগ্রেস যদি রাজ্যে লড়াই করতে পারে, তা হলে আমরা কেন গোয়াতে লড়াই করতে পারি না? আপনি যদি ফিল্ডে না থাকেন তবে বিজেপি আপনাকে বোল্ড আউট করে দেবে।'