Mamata Banerjee in Mumbai: লক্ষ্য ২০২৪, মুম্বইয়ে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা

Last Updated:

Mamata Banerjee to Meet Shared Pawar, Uddhav Thackeray: তবে মমতার মূল কর্মসূচি ওয়াইপিও-এর সম্মেলনে যোগ দেওয়া। সেখানে মমতাকে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে।

#মুম্বই: পূর্বে ত্রিপুরা, মেঘালয়, উত্তরে হরিয়ানা, পশ্চিমে গোয়া, তার পর মুম্বই, দিল্লির লড়াইয়ের সুর বেঁধে দিতে এখন থেকেই আক্রমণ শানাচ্ছে তৃণমূল (TMC)। দেশ জুড়ে বিজোপি (BJP) বিরোধিতার বার্তা ছড়িয়ে দিতে চাইছে ঘাসফুল শিবির। শিল্প সম্মেলনে (YPO Event in Mumbai) যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই যাচ্ছেন ঠিকই, কিন্তু পাশাপাশি সফরের এক রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। তাই মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee in Mumbai) বাণিজ্য নগরে পা রাখা এক অন্য তরঙ্গ তুলতে চলেছে রাজনৈতিক মহলে।
মঙ্গলবার মুম্বইয়ে শিল্প সম্মেলনে যোগ দিতে পৌঁছে যাচ্ছেন মমতা। তিনি বিকেল পাঁচটা নাগাদ বাণিজ্য শহরে পৌঁছে যাবেন বলে শোনা গিয়েছে। শোনা যাচ্ছে, বিমানবন্দরে মমতাকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন শিবসেনা ও এনসিপি দলের বিভিন্ন নেতারা. যাঁদের মধ্যে রয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বিমানবন্দর থেকে বেরিয়ে সিদ্ধি বিণায়ক মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে মমতার।
advertisement
advertisement
মঙ্গলবারই মমতার সাক্ষাৎ হতে পারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও। যদিও উদ্ধবের শারীরিক কিছু অসুস্থতা রয়েছে বলে শোনা গিয়েছে। তবে সূত্রের খবর, দেখা করতে আগ্রহী দু’পক্ষই, সেই কারণে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মমতার সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। বুধবার, অর্থাৎ ডিসেম্বর পয়লায় হতে পারে সেই বৈঠক। সব মিলিয়ে শিল্প আনার পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূলের বিজেপি বিরোধী শিবির নির্মাণের সমীকরণ তৈরির কাজও কিছুটা এগিয়ে রাখতে চাইছেন মমতা।
advertisement
তবে মমতার মূল কর্মসূচি ওয়াইপিও-এর সম্মেলনে যোগ দেওয়া। সেখানে মমতাকে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর সেই সম্মেলন রয়েছে। সেখানেই দেশের তাবড় শিল্পপতিদের সামনে বক্তব্য রাখবেন মমতা। এপ্রিলেই রাজ্যে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে শিল্পপতিদের আহ্ববান জানাতে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন বলে জানিয়েছিলেন মমতা। সেই কর্মসূচির মধ্যেই পড়ছে ওয়াইপিও-এর সম্মেলনে যোগদান। এই সম্মেলনের বক্তব্যে রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরবেন মমতা। মমতার সঙ্গে এই সফরে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব, শিল্পসচিবরাও। এ ছাড়া সঙ্গে থাকছে একটি শিল্প প্রতিনিধি দল। যাতে রয়েছেন হর্ষ নেওটিয়ার মতো প্রথম সারির শিল্পপতিরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Mumbai: লক্ষ্য ২০২৪, মুম্বইয়ে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement