TRENDING:

Mamata Banerjee on Prashant Kishor: তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা কি থাকছেন প্রশান্ত কিশোর? জবাব দিলেন মমতা

Last Updated:

বেশ কিছুদিন ধরে জল্পনা চলার পর প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা ভেস্তে গিয়েছে৷ তার পরেই এই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: তৃণমূলের সঙ্গেই কাজ করবেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ এ দিন দিল্লিতে তা স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মমতা৷
প্রশান্ত কিশোরকে নিয়ে ধোঁয়াশা দূর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রশান্ত কিশোরকে নিয়ে ধোঁয়াশা দূর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে জল্পনা চলার পর প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা ভেস্তে গিয়েছে৷ তার পরেই এই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী৷

আরও পড়ুন: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর থেকেই দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক৷ ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের ক্ষমতায় ফেরার বড় কৃতিত্বও প্রশান্ত কিশোরকে দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ ভোটগুরু পিকে শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিলে তৃণমূল বা অন্য দলের হয়ে তিনি কাজ করতেন কি না, সেই প্রশ্নও উঠছিল রাজনৈতিক মহলে৷ কিন্তু প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা শেষ হতেই এই সমস্ত প্রশ্নেও ইতি পড়েছে৷

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনের সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ থাকবে কি না, তা নিয়ে দলের সিনিয়র নেতারাও কৌতূহলী হয়ে উঠেছিলেন৷ মমতা অবশ্য দাবি করেছেন, তখনও দলের ওই নেতাদের জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তৃণমূলের সঙ্গেই থাকবেন প্রশান্ত কিশোর৷

আরও পড়ুন: দিল্লিতে মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ! এক ঘণ্টার বৈঠকে কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

advertisement

মমতা বলেন, 'প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে আমাদের দলের অন্দরেও মতপার্থক্য ছিল৷ কিন্তু প্রত্যেককেই জানিয়ে দেওয়া হয় ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে দল৷'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিধানসভা নির্বাচন মেটার পরেও তৃণমূলের হয়ে সর্বভারতীয় রাজনীতিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন প্রশান্ত কিশোর৷ একদিকে যেমন অন্যান্য রাজ্যের হেভিওয়েট নেতাদের তৃণমূলে যোগদান করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রশান্ত কিশোর, ২০২৪-এর কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিরোধী জোট গঠনের প্রক্রিয়াতেও সাহায্য করেছেন পিকে৷ তৃণমূল- প্রশান্ত কিশোর সম্পর্ক যে অটুট থাকছে, এ দিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee on Prashant Kishor: তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা কি থাকছেন প্রশান্ত কিশোর? জবাব দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল