TRENDING:

Mamata Banerjee: বাংলার দল নয়, তৃণমূল সর্বভারতীয়! মেঘালয়ের কর্মিসভায় মনে করালেন মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলং: সর্বভারতীয় তকমা থাকলেও বাংলার বাইরে কোনও নির্বাচনে এখনও প্রত্য়াশিত সাফল্য় পায়নি দল। ত্রিপুরা, গোয়ার পর এবার তৃণমূলের লক্ষ্য় মেঘালয়। সেখানে সরকারি ভাবে বিরোধী দলও তৃণমূল কংগ্রেস।
শিলংয়ে অন্য় মেজজে মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
শিলংয়ে অন্য় মেজজে মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
advertisement

কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য়ে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য় কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। কারণ বিরোধী দল হলেও তৃণমূলে নাম লেখানো প্রত্য়েক বিধায়কই কংগ্রেস থেকে নির্বাচিত। আর তৃণমূলকে বাংলার দল হিসেবে তোপ দেগে মেঘালয়ে প্রচারও শুরু করে দিয়েছে এনপিপি এবং বিজেপি-র শাসক জোট।

আরও পড়ুন: ‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

advertisement

এই পরিস্থিতিতে শিলংয়ে দলের কর্মিসভায় অংশ নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় পাল্টা দাবি করলেন, তৃণমূল শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়, তারা সর্বভারতীয় দল। তৃণমূলকে বাংলার দল বলে প্রচারের জন্য় বিজেপি-র দিকেই আঙুল তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী।

মমতা বলেন, 'একটা গুজব আছে। তৃণমূল কংগ্রেস নাকি শুধু বাংলার দল। বাংলা থেকে হলেই জাতীয় দল নয় কেন? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর তারা বাঙালি। নেতাজি, মাদার টেরেজা- এদের শুধু বাঙালি ভাববেন নাকি? বিজেপি খালি জাত পাতের রাজনীতি করে। বিজেপি অনেক চেষ্টা করেও আমাদের হারাতে পারেনি। মেঘালয়তেও পারবে না। সব ভোট আসলেই বিজেপি রাজনীতি শুরু করে। জেনে রাখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শুধু নয়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয়।'

advertisement

আরও পড়ুন: অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, এর পিছনেও নেহরু-রাজীবের হাত? কী বললেন শাহ!

গোয়ায় বিধানসভা নির্বাচনে ব্য়র্থতার পর নির্বাচন কমিশনের সর্বভারতীয় তকমা ধরে রাখতে মেঘালয়ে ভাল ফল করা তৃণমূলের জন্য় গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সর্বভারতীয় তকমা ধরে রাখাই নয়, ২০২৪-এর আগে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বৃদ্ধি এবং বিরোধী পরিসর দখল করার জন্য়ও মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচনে ভাল ফল করা প্রয়োজন তৃণমূলের। ২০২৩ সালেই ত্রিপুরাতেও নির্বাচন রয়েছে। মেঘালয়ে ভাল ফল করলে ত্রিপুরাতেও অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে তৃণমূল।

advertisement

সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী দল হিসেবে ক্রমশই শক্তিক্ষয় হচ্ছে কংগ্রেসের। দ্রুত সেই জায়গা দখল করে নিচ্ছে আম আদমি পার্টি। দিল্লির পর পঞ্জাবে ক্ষমতা দখল করেছে তারা। গুজরাতেও খাতা খুলে ফেলেছে আপ। যদিও গুজরাতের আপ বিধায়কদের বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তৃণমূলকে আঞ্চলিক দল হিসেবে তুলে ধরে বিজেপি যে মেঘালয়ের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে, তা বুঝেই এ দিন প্রসঙ্গটি তোলেন মমতা। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও বক্তব্য় রাখতে গিয়ে দাবি করেন, তৃণমূল মেঘালয়ে ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে। গুজরাত থেকে তা পরিচালিত হবে না। যদিও নির্বাচনে তৃণমূলের মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা খোলসা করেননি মমতা। তবে দৌড়ে যে রাজ্য়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মুকুল সাংমাই এগিয়ে, সেই ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: বাংলার দল নয়, তৃণমূল সর্বভারতীয়! মেঘালয়ের কর্মিসভায় মনে করালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল