TRENDING:

Mahua Moitra Latest News: মহুয়ার সাংসদ পদ খারিজ হবে? লোকসভায় আজ এথিক্স কমিটির রিপোর্টেই ভাগ্য নির্ধারণ

Last Updated:

Mahua Moitra Latest: তিন রাজ্যে ব্যাপক জয়ের প্রভাব কি পড়তে চলেছে সিদ্ধান্তে? যদিও বিরোধীরা আজ এই ইস্যুতে একজোট বাঁধতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন৷ আর এই অধিবেশনের প্রথম দিন থেকেই নজরে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেসের শঙ্কা কোনও আলোচনা ছাড়াই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷  তিন রাজ্যে ব্যাপক জয়ের প্রভাব কি পড়তে চলেছে সিদ্ধান্তে? যদিও বিরোধীরা আজ এই ইস্যুতে একজোট বাঁধতে চলেছেন।
মহুয়া মৈত্র (ফাইল ছবি)
মহুয়া মৈত্র (ফাইল ছবি)
advertisement

যদিও মহুয়া ইস্যুতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা কার্যত এক ছাতার তলায় এসেছে৷ এই অবস্থায় মহুয়া নিয়ে আজ সংসদে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে সকলের নজর থাকবে৷ তবে ইতিমধ্যেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ আর এতেই রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে সংসদের অধ্যক্ষকে চিঠি দিয়ে মহুয়া ইস্যুতে পুনরায় ভাববার কথা জানিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

advertisement

আরও পড়ুন: মৃত্যুর কাছে হার, প্রয়াত জুনিয়র মেহমুদ! ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেতাকে

প্রসঙ্গত এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তাঁকে যে প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন যথেষ্ট অসম্মানজনক ছিল বলে আগেই জানিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ৷ এছাড়া শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকেও, সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ‘ও ব্রায়েন, তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার দুই নেতা মহুয়া ইস্যুতে সংসদে আলোচনা না করে, কোনও সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় সেদিকে দেখার আবেদন জানিয়েছেন৷

advertisement

আরও পড়ুন: এমনই নেশা যে পকেটে রাখেন, ফাঁস সানি দেওলের গোপন অভ্যেস, লজ্জায় লাল অভিনেতা! দেখুন

এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশের আগেই সংবাদমাধ্যমের হাতে গেল কী করে? কী করে সংসদে আলোচনা হওয়ার আগেই রিপোর্ট প্রকাশ্যে চলে আসছে? কি করে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে চলেছে সেই বিষয় সামনে চলে আসে৷ এই সব কিছুই সংসদে সংখ্যার জোরে বিজেপি করিয়ে নিতে চায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।গত রবিবারই চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে৷ এর মধ্যে হিন্দি বলয়ে তিন রাজ্যেই ব্যাপক ফল বিজেপির৷

advertisement

এই অবস্থায় শুক্রবার সংসদে নিজেদের ক্ষমতার প্রকাশ আর একবার করতে পারে বিজেপি৷ তবে রাজনৈতিক মহলের নজরে থাকবে মহুয়া ইস্যুতে কিছু অবস্থান আজ জানায় কিনা লোকসভার অধ্যক্ষ৷ সংসদের এবারের শীতকালীন অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্ভবত হতে চলেছে আজ। তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট আজই অধিবেশনে পেশ হওয়ার কথা। নানা সূত্রে ইতিমধ্যে জানা গিয়েছে, এথিক্স কমিটি মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে।

advertisement

আবীর ঘোষাল

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra Latest News: মহুয়ার সাংসদ পদ খারিজ হবে? লোকসভায় আজ এথিক্স কমিটির রিপোর্টেই ভাগ্য নির্ধারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল