Junior Mehmood Died: মৃত্যুর কাছে হার, প্রয়াত জুনিয়র মেহমুদ! ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেতাকে

Last Updated:

Junior Mehmood Died: শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে জুনিয়র মেহমুদের।

প্রয়াত জুনিয়র মেহমুদ
প্রয়াত জুনিয়র মেহমুদ
মুম্বই: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’, ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৭ বছর বয়সে। তাঁর আসল নাম নঈম সৈয়দ। সিনেমার জগতে তিনি জুনিয়র মেহমুদ নামে জনপ্রিয় ছিলেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।
প্রথম ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নঈম। সালটা ছিল ১৯৬৬। এরপরে, ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে কাজ করেন নঈম। সেটাই ছিল তাঁর অভিনয় জীবনের শুরু। ছোট থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নঈম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পরে নিজের এই নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দমতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।
advertisement
আরও পড়ুন: এমনই নেশা যে পকেটে রাখেন, ফাঁস সানি দেওলের গোপন অভ্যেস, লজ্জায় লাল অভিনেতা! দেখুন
একসময় পর্দায় ঝড় তোলা অভিনেতা মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ দীর্ঘদিন ধরেই ভুগছিলেন৷ লিভার ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন জুনিয়র মেহমুদ৷ অভিনেতার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে পড়েছিল শেষ কয়েকদিন৷ অভিনেতার এই খবর শুনে সমস্ত ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন৷ বলিউডেও ছড়ায় চিন্তা।
advertisement
advertisement
আরও পড়ুন: পাহাড়ের কোলে চিরঘুমে ৮ মাসের মেয়ে, সারেগামাপা জিতেই সমাধি ফুল-মালায় সাজালেন অ্য়ালবার্ট কাবো
কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যুর আগে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবং সচিন পিলগাঁওকরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নঈম। তাঁরাও দেখা করেছিলেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Junior Mehmood Died: মৃত্যুর কাছে হার, প্রয়াত জুনিয়র মেহমুদ! ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান অভিনেতাকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement