TRENDING:

Mahua Moitra Expulsion: মহুয়া ইস্যুতে সংসদে এককাট্টা কংগ্রেস- তৃণমূল! কী বললেন অধীর, মণীশ?

Last Updated:

অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য শুরুতেই বলেন, 'আমি সবসময় চেষ্টা করি কোনও সদস্যকে যেন বহিষ্কার করতে না হয়৷ কিন্তু সংসদের গরিমা, সম্মান সবার উপরে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মহুয়া মৈত্রের বহিষ্কার নিয়ে সংসদে আলোচনা শুরু হল৷ বেলা ২টো থেকে আলোচনার জন্য মাত্র ৩০ মিনিট সময় বরাদ্দ করলেন অধ্যক্ষ ওম বিড়লা৷ আলোচনার শুরুতেই অবশ্য মহুয়ার হয়ে জোর সওয়াল শুরু করেছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী এবং কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি৷ দু জনেই এথিক্স কমিটির রিপোর্ট পড়ে দেখার জন্য অন্তত তিন থেকে চার দিন সময় দাবি করেন৷ এথিক্স কমিটি কীভাবে সরাসরি একজন সাংসদকে বহিষ্কারের সুপারিশ করেন, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি৷
মহুয়ার হয়ে সওয়াল অধীরের৷
মহুয়ার হয়ে সওয়াল অধীরের৷
advertisement

এ দিন বেলা বারোটায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে জমা পড়া এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ হয়৷ সেই সূত্র ধরে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘বেলা ১২টায় রিপোর্ট সাংসদদের হাতে এসেছে৷ তার পর ২ টোর সময় আলোচনা শুরু হয়েছে৷ এখান ১২টার সময় বেরিয়ে, রিপোর্ট ডাউনলোড করতে আরও সময় গিয়েছে৷ সবমিলিয়ে ৪৯৫ পাতার রিপোর্ট৷ এত অল্প সময়ের মধ্যে কী করে কারও পক্ষে এত বড় রিপোর্ট পড়া সম্ভব? এই রিপোর্টে কোনও ভুল আছে কি না, তা কী করে বোঝা সম্ভব? এটা কোনও ছোটখাটো বিষয় নয়৷ এই সিদ্ধান্ত নতুন সংসদ ভবনে নজির হয়ে থাকবে৷ রিপোর্ট ভাল ভাবে পড়ে দেখার জন্য অন্তত তিন- চার দিন সময় দেওয়া হোক৷ তার পরই এ বিষয়ে যথাযথ আলোচনা হওয়া সম্ভব যার বিরুদ্ধে অভিযোগ তাঁকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত৷ এখানে মহুয়া মৈত্র অভিযুক্ত, তাঁকে অন্তত বলতে দিন৷৷’

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় মিলল না অব্যাহতি, অভিষেকের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

একই প্রশ্ন তুলে মণীশ তিওয়ারি বলেন, তিন চার দিন সময় দিলে আকাশ ভেঙে পড়ত না৷ স্বাভাবিক ন্যায়বিচার প্রক্রিয়াতেও অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়৷ এখানে মহুয়া মৈত্র অথবা তাঁর আইনজীবী তো সেই সুযোগ পেলেন না৷ সবথেকে বড় কথা, এথিক্স কমিটি শুধুমাত্র কেউ দোষী কি নির্দোষ তা বলতে পারে, কিন্তু কোনও সদস্যকে বহিষ্কার করার সুপারিশ এথিক্স কমিটি করতে পারে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য শুরুতেই বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি কোনও সদস্যকে যেন বহিষ্কার করতে না হয়৷ কিন্তু সংসদের গরিমা, সম্মান সবার উপরে৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra Expulsion: মহুয়া ইস্যুতে সংসদে এককাট্টা কংগ্রেস- তৃণমূল! কী বললেন অধীর, মণীশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল