Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় মিলল না অব্যাহতি, অভিষেকের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

Last Updated:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় তাঁকেও কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আইনের মধ্যে থেকে সিবিআই ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত৷ এ দিন বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় তাঁকেও কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক৷ যদিও সেখান থেকে মামলা ফিরে আসে হাইকোর্টে৷ তবে শীর্ষ আদালতের নির্দেশে হাইকোর্টে মামলার বেঞ্চ পরিবর্তন হয়৷ বেঞ্চ পরিবর্তন হলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বজায় রাখেন বিচারপতি অমৃতা সিনহা৷ উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি৷
advertisement
advertisement
বিচারপতি সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন অভিষেক৷ ডিভিশন বেঞ্চেও প্রশ্নের মুখে পড়ে তৃণমূল নেতার আবেদন৷ এর পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি৷ সেই মামলারই আজ রায় দিল সুপ্রিম কোর্ট৷
advertisement
,
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ ছিল, ‘কলকাতা হাইকোর্টের এক বিচারপতি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে হস্তক্ষেপ করছেন। আদালতের কাজ বিচার করা, তদন্ত পরিচালন করা আদালতের কাজ হতে পারে না। বিচারপতি বলে দিচ্ছেন কাকে ডাকতে হবে, কাকে গ্রেফতার করতে হবে ইত্যাদি।’
ইডি সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটার জেনারেল ভি রাজু বলেন, ‘এই মামলা আর পাঁচটা সাধারণ মামলার মতো নয়। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়।’
advertisement
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া না দিলেও এ দিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইডি সিবিআই-কে আইন মেনেই কাজ করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় মিলল না অব্যাহতি, অভিষেকের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement