বৃহস্পতিবার ভোপালের গুফা মন্দিরে পুজোর আয়োজন করা হয় নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায়। সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান সহ বিজেপি-র শীর্ষ নেতারা। সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ১০৮ জন পুরোহিত টানা তিন ধরে ওই মন্ত্র জপ করবেন। মন্দিরের মধ্যেই বসানো হয়েছে নরেন্দ্র মোদির বিশাল কাটআউটও। এছাড়া মধ্যপ্রদেশের অন্যান্য নানা মন্দির, দিল্লির মন্দিরেও চলছে পুজোআর্চা।
advertisement
প্রসঙ্গত, বুধবার পঞ্জাব সফরে গিয়ে ভাটিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হুসেইনওয়ালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির৷ সেখানে শহিদদের জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপনের কথা ছিল তাঁর৷ ভোটমুখী পঞ্জাবে আগে একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল করা হয়৷ তার বদলে প্রায় দু' ঘণ্টার দূরত্বের সড়ক পথ ধরেই রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়৷
কিন্তু হুসেইনওয়ালার গন্তব্যস্থলের তিরিশ কিলোমিটার আগেই একটি উড়ালপুলের উপরে আচমকা কৃষকদের অবরোধের জেরে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়৷ অবরোধের জেরে প্রায় ২০ মিনিট উড়ালপুলের উপরেই আটকে থাকেন প্রধানমন্ত্রী৷ এর পর তাঁর কনভয় ফিরে যায় ভাটিন্ডা বিমানবন্দরে। সেখানে ফিরেই আধিকারিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী৷ ঘটনার জন্য পরোক্ষে পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি৷
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই নিরাপত্তা গাফিলতি মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। আগামিকাল প্রধান বিচারপতি (Supreme Court) এনভি রামান্নার বেঞ্চে হবে এই মামলার শুনানি।