সিবিআইয়ের এফআইআরে নাম লেখা ১৫ জন অভিযুক্তের তালিকায় এক নম্বরে রয়েছেন মণীশ সিসোদিয়া। ১১ পৃষ্ঠার নথিতে এঁদের বিরুদ্ধে অভিযুক্ত অপরাধগুলি হল দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তহবিল জালিয়াতি। লুকআউট নোটিশের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই মণীশ সিসোদিয়া একটি নতুন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, “আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে, কিছুই পাওয়া যায়নি। এখন আপনি আমার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছেন। এসব কী মোদিজি? আমি তো দিল্লিতেই আছি, দয়া করে বলুন না কোথায় আসতে হবে।”
advertisement
শনিবার মণীশ সিসোদিয়া অভিযোগ করেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী আম আদমি পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছেন কারণ শিক্ষা ও স্বাস্থ্য খাতে দিল্লি সরকারের কাজ বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। মণীশের অভিযোগ, সিবিআই আধিকারিকদের ‘হাইকমান্ড’ তাঁর বাড়িতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।
মণীশ সিসোদিয়া জানান, কেন্দ্র দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে রুখতে চেয়েছিল কারণ ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেজরিওয়াল।
আরও পড়ুন- গণপিটুনিকে সমর্থন করে ভাইরাল বিজেপি নেতা, "মালা পরাক বিলকিসের ধর্ষকরা": আক্রমণ মহুয়ার
“২০২৪ সালের নির্বাচন AAP এবং বিজেপির মধ্যে লড়াই হবে,” বলেন মণীশ। কোনও অন্যায়ের কথা অস্বীকার করে মণীশ জানান, আবগারি নীতি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই বাস্তবায়িত হয়েছে। মন্ত্রী আরও জানান, আগামী দিনে সম্ভবত তাঁকে গ্রেপ্তারও করা হবে, তবে তাতে তাঁর দলের ভাল কাজ আটকে থাকবে না।
তদন্তকারী সংস্থার অভিযোগ, মদ কোম্পানি এবং মধ্যস্বত্বভোগীরা আবগারি নীতির প্রণয়ন ও বাস্তবায়নে অনিয়মের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। লেফটেন্যান্ট গভর্নর গত মাসে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন।