TMC Mahua Moitra: গণপিটুনিকে সমর্থন করে ভাইরাল বিজেপি নেতা, "মালা পরাক বিলকিসের ধর্ষকরা": আক্রমণ মহুয়ার
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Bilkis Bano Gangrape: স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে এই ১১ জন ধর্ষককে সংবর্ধিতও করা হয়েছে বলে জানা গেছে।
#নয়াদিল্লি: গণপিটুনির কথা স্বীকার করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন রাজস্থান বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞান দেব আহুজা। প্রকাশ্যে তিনি স্বীকার করেন যে তার সমর্থকরা এখনও পর্যন্ত পাঁচজনকে পিটিয়ে হত্যা করেছে। এই নিন্দনীয় ঘটনায় বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, বিলকিস বানো ধর্ষণ মামলার ১১ আসামিকে নিশ্চয়ই বিজেপি গুজরাত থেকে রাজস্থান পাঠিয়ে এই বিজেপি নেতাকে মালা পরিয়ে ‘সম্মানিত’ করবে।
জ্ঞান দেব আহুজার যে ভিডিও ভাইরাল হয় তাতে তিনি জানিয়েছিলেন যে গরু পাচার এবং গোমাংস বিক্রির সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। ক্যামেরায় ধরা পড়া এই মন্তব্যটি আসলে চিরঞ্জিলাল সাইনির গণপিটুনির প্রসঙ্গে উঠে আসে। অভিযোগ, আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ট্র্যাক্টর চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করে তাঁকে। ভিডিওতে দেখা গেছে স্থানীয় আরএসএস নেতার সঙ্গে বসে থাকা বিজেপি নেতা জ্ঞান দেব আহুজা বলছেন চিরঞ্জিলাল সাইনির গণপিটুনির প্রতিবাদে আন্দোলন শুরু করা উচিত।
advertisement
advertisement
Sunday morning BJP To-Do List: Send Bilkis rapist felicitation squad from Gujarat to Rajasthan to garland this new hero who’a boasting of killing 5 people.
— Mahua Moitra (@MahuaMoitra) August 20, 2022
advertisement
“আমরা এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়েছি, তা লাওয়ান্দি হোক বা বেহরোরেই। এই এলাকায় প্রথমবার ওরা কাউকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার কর্মীদের বলে দিয়েছি খুন করো, অসুবিধা নেই। আমরা তোমাদের জামিন দেওয়াব,” ভাইরাল ভিডিওতে বলেন জ্ঞান দেব আহুজা।
advertisement
এমন ভয়াবহ স্বীকারোক্তি তীব্র রাজনৈতিক সমালোচনা সৃষ্টি করেছে। মহুয়া মৈত্র এই মন্তব্যটিকে বিলকিস বানো ধর্ষণ মামলার ১১ জন আসামির সাম্প্রতিক ‘সম্মানের’ সঙ্গে যুক্ত করেছেন। গুজরাত সরকার ‘ক্ষমার নীতি’ অনুযায়ী এই গণধর্ষকদের মুক্তি দিয়েছে। স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে এই ১১ জন ধর্ষককে সংবর্ধিতও করা হয়েছে বলে জানা গেছে। “রবিবার বিজেপির নিশ্চয়ই ‘বিলকিসের সম্মানিত ধর্ষক দলকে’ গুজরাত থেকে রাজস্থানে পাঠাচ্ছে, ‘নতুন নায়ক’ জ্ঞান দেব আহুজাকে মালা পরাতে,” বলেছেন মহুয়া।
advertisement
‘বিশুদ্ধ শয়তান যদি কেউ থাকে তবে এরাই,” ট্যুইট করেন মহুয়া। কংগ্রেস জানিয়েছে, সারা দেশে বিজেপির আসল চেহারা সামনে এসেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 10:15 AM IST