WB Labors to be Unemployed: পুজোর মুখে কাজ হারাবেন বাংলার লক্ষ শ্রমিক! ১ সেপ্টেম্বর থেকে বন্ধ বীরভূমের বেশিরভাগ পাথর খাদান, ক্র্যাশার

Last Updated:

Birbhum Illegal Mining: ডিনামাইটের ব্যবহার, পাথর ক্র্যাশার গুলোর ধুলো ,রাস্তা না বানিয়ে কাজ- প্রত্যেকটি দিক থেকে পরিবেশ বিধি কেউই মানছে না। কেষ্ট গ্রেপ্তার হওয়ার পরেই মানতে বাধ্য করছে সরকার।

বীরভূমের ক্র্যাশার থেকে আরম্ভ করে খাদান চলছিল কেষ্টদার মদতে।
বীরভূমের ক্র্যাশার থেকে আরম্ভ করে খাদান চলছিল কেষ্টদার মদতে।
#বীরভূম: দুর্নীতির অভিযোগে এখন হাজতে অনুব্রত মণ্ডল। দাপুটে তৃণমূল নেতা গ্রেফতারের পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কখনও অবৈধ বালি খাদান বন্ধ হচ্ছে ,আবার কখনও পাথরের ক্র্যাশার,খাদান বন্ধ করার নিদান আসছে। মোটের উপর বলাই যায়, সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই বেকার হয়ে যাবেন নিচু তলার শ্রমিকরা। এই দুর্দিনে কাজ হারানোর আশঙ্কায় হতাশ বীরভূমের বালি স্টোনচিপস বাণিজ্যের সঙ্গে জড়িত লাখ খানেক শ্রমিক।
বীরভূম জেলায় মোট ছ'টি জায়গায় ২১৭ টি পাথর খাদান রয়েছে। যার মধ্যে মাত্র ছয়টি বৈধ, যাদের দীর্ঘমেয়াদি ছাড়পত্র রয়েছে। বীরভূম জেলায় মোট ১৭০০ টি পাথর ক্র্যাশার ছিল। জেলার বেসরকারি হিসেবে ৮০০ টি ক্র্যাশার চলছে। ২০১৬ সালে ২৯ জুলাই পরিবেশ আদালত জানায় ২১১ টি খাদানের বৈধতা নেই। গতবছর কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে পাথর খাদান থেকে আরম্ভ করে ক্র্যাশার সমস্ত কিছু পরিদর্শন করে যায়। সে সময় ক্র্যাশারগুলি এবং খাদানগুলির নিয়ম না মেনে কাজ করার নমুনা পান তাঁরা।
advertisement
advertisement
এত বছর ধরে তদন্ত চললেও কোনও বিধিনিষেধ মানেনি খাদান কর্তৃপক্ষ কিংবা ক্র্যাশারের মালিকরা। এতদিন বীরভূমের  ক্র্যাশার থেকে আরম্ভ করে খাদান চলছিল রাজনৈতিক 'দাদা' কেষ্টদার মদতে। আর তা পরিচালনা করতেন টুলু মন্ডল নিজেই। লকডাউনের সময় বেশ কিছু খাদান বন্ধ হয়ে গেছে। তবে আদিবাসী গাঁওতাদের খাদান এবং ক্র্যাশার নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও বন্ধ করতে পারেনি কেউ।
advertisement
ক্র্যাশার অঞ্চলগুলোতে ধুলোবালিতে বাতাস ভারী হয়ে থাকে সবসময়। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে খোঁজ পাওয়া যায় মানুষের পালমোনারি অ্যালার্জি এবং সিলিকোসিস রোগে ভোগার খবর।  অবশেষে, গতকাল বীরভূমের জেলাশাসক বিধান রায় ক্র্যাশার ও খাদান মালিকদের ডেকে নির্দেশ দিয়েছেন, নিয়ম মেনে বৈধ কাগজপত্র বানিয়ে ব্যবসা চালাতে। যদি কারও কাগজপত্র ঠিক না থাকে।পরিবেশ দপ্তরের ছাড় না থাকে, তাহলে ১ সেপ্টেম্বর থেকে তাঁদের ব্যবসা বন্ধ থাকবে। তাই রীতিমতো বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।হঠাৎই কাজ চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন শ্রমিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Labors to be Unemployed: পুজোর মুখে কাজ হারাবেন বাংলার লক্ষ শ্রমিক! ১ সেপ্টেম্বর থেকে বন্ধ বীরভূমের বেশিরভাগ পাথর খাদান, ক্র্যাশার
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement