পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গাজিয়াবাদের ওই বাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে দেওয়ালে লাগানো এলইডি টিভিতে৷ দুর্ঘটনায় নিহত কিশোর ওমেন্দ্রর মুখ, বুক ও ঘাড়ে গভীর ক্ষত ছিল৷ তার পড়শি বিনীতা জানান বিস্ফোরণের বীভৎস শব্দ শুনে তাঁরা ভেবেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে হয়তো৷ তাঁরা সকলে দৌড়ে ঘটনাস্থলে আসেন৷ দেখেন, বিস্ফোরণে ধসে পড়া ওমেন্দ্রদের বাড়ির একাংশ থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী৷
advertisement
আরও পড়ুন : উত্তরাখণ্ডে তুষারধসে মৃত অন্তত ১০ পর্বতারোহী, এখনও নিখোঁজ ১৮ জন
আরও পড়ুন : বাজরার জমি থেকে উদ্ধার কিশোরীর নগ্ন দেহ ! মর্মান্তিক ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ
দুর্ঘটনার পর আহত ওমেন্দ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু হয়৷ তার মা-সহ দুর্ঘটনায় আহত অন্যান্যদের চিকিৎসা চলছে হাসপাতালে৷ ওই পরিবারের আর এক সদস্য মনিকা জানান তিনি দুর্ঘটনার সময় বাড়ির অন্য ঘরে ছিলেন৷ তীব্র দুর্ঘটনার অভিঘাতে পুরো বাড়ি কেঁপে ওঠে এবং দেওয়ালের একাংশ ধসে পড়ে৷
এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে৷