বাজরার জমি থেকে উদ্ধার কিশোরীর নগ্ন দেহ ! মর্মান্তিক ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Teen founded dead in UP : শৌচকর্ম সারতেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি ৷
#লখনউ : উত্তরপ্রদেশে বাজরার জমি থেকে উদ্ধার হল এক কিশোরীর নগ্ন মৃত দেহ ৷ জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর বয়স ১৭ বছর ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়ায় ৷ জানা গিয়েছে, শৌচকর্ম সারতেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি ৷ কিন্তু শৌচকর্ম করে আর বাড়ি ফেরেনি কিশোরী ৷
এলাকায় খোঁজ চালানোর পর এক বাজরার জমিতে নগ্ন অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ ৷ মেয়েটিকে ধর্ষণ করেই খুন করা হয়েছে বলেই অভিযোগ কিশোরীর পরিবারের ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ১০ জন পুলিশের একটি দল ৷ ঘটনার তদন্তে নেমেছে আরও কিছু তদন্তকারী দল ৷
After the murder of a Dalit daughter in Uttar Pradesh's Auraiya, the body was found in the millet field. Why murders of Dalits increased alot in UP and MP where is #BJP sarkar? Where is #Modi ji #YogiAdityanath g.#HinduRashtra #BJPFails #RSSRally #BombThreat #RajnathSingh pic.twitter.com/RrANuKpwNn
— Deepak Adivasi (@deepakadivasi00) October 3, 2022
advertisement
advertisement
এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে ৷ ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন বিরোধীরা ৷
কংগ্রেসের পক্ষ থেকে " উত্তর প্রদেশে জঙ্গল রাজ চলবে না" বলে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
"মেয়েটির দেহ নিয়ে পালাতে চেয়েছিল পুলিশ" এমনও দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ৷অবশ্য দেহে কোনও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন আউরিয়া থানার পুলিশ ৷ মৃত কিশোরীর অটোপসির জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 3:37 PM IST