তোতলামি করায় বিপত্তি, ছুড়ির কোপে খুন হল এক দশম শ্রেনীর পড়ুয়া

Last Updated:

student in Delhi stabbed to death by classmates :   কিন্তু স্কুল থেকে ফেরার পথেই মর্মান্তিক ঘটনার শিকার হতে হল ওই পড়ুয়াকে ৷

#দিল্লি : নৃশংসভাবে ছুড়ি দিয়ে কুপিয়ে খুন করা হল এক ১৭ বছরের স্কুল পড়ুয়াকে ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শনগরে ৷ ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন স্কুল পড়ুয়ার বাবা ৷
মৃত ওই স্কুল পড়ুয়ার নাম দীপাংশু বলে জানা গিয়েছে ৷ আদর্শনগরের একটি সান্ধ্য স্কুলের  দশম শ্রেনীর  ছাত্র ছিল দীপাংশু ৷  কথা বলার সময় সামান্য তোতলামির সমস্যা ছিল তার ৷  দীপাংশুর তোতলামির জন্য তাকে উত্যক্ত করত তার সহপাঠীরা ৷ তার শারীরিক গঠন নিয়েও তামাশা করা হত বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
বারবার তার সহপাঠীদের বারণ করেও কোনও লাভ হয়নি ৷ দীপাংশুর পরিবারের লোক স্কুলে বহুবার অভিযোগ করার পরেও কোনও সুরাহা মেলেনি বলে জানা গিয়েছে দীপাংশুর পরিবারের তরফ থেকে ৷ জানা যায়,  বৃহস্পতিবার ছেলেকে স্কুল থেকে  আনতে গিয়েছিলেন  দীপাংশুর বাবা সৎপাল ও দাদা হিমাংশু ৷  কিন্তু স্কুল থেকে ফেরার পথেই মর্মান্তিক ঘটনার শিকার হতে হল ওই পড়ুয়াকে ৷
advertisement
স্কুল থেকে বাড়ি ফেরার সময় ফের উত্যক্ত করা হয় দীপাংশুকে ৷ ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় তাকে এলোপাথাড়ি ভাবে ছুড়ি দিয়ে কোপ মারে অভিযুক্তরা ৷ কোপ মারা হয়  দীপাংশুর বাবা সৎপাল কেও ৷
দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু গুরুতর জখম হওয়ার কারণে  হাসপাতালেই মৃত্যু হয়  দীপাংশুর ৷
advertisement
মৃতের দাদা হিমাংশুর অভিযোগ , বুধবার সহপাঠীদের সঙ্গে সামান্য ধস্তাধস্তিতে জড়ায় দীপাংশু ৷ সেই বদলা নিতেই মেরে ফেলা হয়েছে তার ভাইকে ৷ ঘটনায় অভিযুক্ত দীপাংশুর ২ সহপাঠী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তোতলামি করায় বিপত্তি, ছুড়ির কোপে খুন হল এক দশম শ্রেনীর পড়ুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement