TRENDING:

Kerala man receives Merecedes Benz SUV as gift: ২২ বছর ধরে কর্মরত একই সংস্থায়, মালিকের কাছ থেকে মার্সিডিজ বেঞ্জ উপহার পেলেন কর্মী

Last Updated:

গত দু’ দশকেরও বেশি সময় ধরে চিফ বিজনেস ডেভলপমেন্ট হিসেবে কর্মরত সি আর অনীশ৷(Kerala man receives Merecedes Benz SUV from his employer of 22 years)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম : কেরলের সি আর অনীশ গত ২২ বছর ধরে কাজ করছেন এ কে শাজির কাছে৷ দক্ষতা এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়ার পুরস্কার তিনি পেলেন৷ বস শাজির কাছ থেকে উপহার হিসেবে তাঁর কাছে এল মার্সিডিজ বেঞ্জ৷ যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা৷
advertisement

প্রসঙ্গত উল্লেখ্য কেরলের একটি নামী হোম অ্যাপ্লায়ান্স এবং কনজিউমার ইলেকট্রনিক্সের রিটেলার ব্যবসায়ী হলেন শাজি৷ তাঁর সংস্থায় গত দু’ দশকেরও বেশি সময় ধরে চিফ বিজনেস ডেভলপমেন্ট হিসেবে কর্মরত সি আর অনীশ৷(Kerala man receives Merecedes Benz SUV from his employer of 22 years)

এই খবর শাজি নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে৷ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ দিনের কর্মচারী অনীশ এবং তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি নতুন গাড়ির চাবি হস্তান্তর করছেন৷

advertisement

আরও পড়ুন : খরায় জেগে উঠেছে ৩০ বছর আগে সলিল সমাধি হওয়া গ্রামের কঙ্কাল, ভৌতিক পরিবেশে ত্রস্ত মানুষ

তার আগে গাড়ির পর্দা উন্মোচিত করতেই আনন্দে হতবাক অনীশ ও তাঁর পরিবার৷ তাঁদের সামনে অনীশের কর্মদক্ষতার প্রশংসা করেন শাজি৷ এই মুহূর্ত উদযাপন করা হয় কেক কেটে৷

advertisement

আরও পড়ুন : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা

আরও পড়ুন : হাঁ করে বিশাল কুমির তাড়া করেছে পিছনে, মৃত্যুর মুখোমুখি স্টিভ আরউইনে ১৮ বছর বয়সি ছেলে রবার্ট

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অনীশের কথায়, ‘‘তিনি আমার মালিক নন৷ আমরা পার্টনার৷ আমি উচ্ছ্বসিত৷ এটা আমার কাছে গর্বের মুহূর্ত৷’’ শাজির সংস্থায় একাধিক পজিশনে কাজ করেছেন অনীশ৷ মার্কেটিং, রক্ষণাবেক্ষণ এবং বিজনেস ডেভলপমেন্ট সংক্রান্ত নানা বিভাগে কাজ করেছেন তিনি৷ শাজির বর্তমান সংস্থা তৈরি হওয়ার আগে থেকেই অনীশের সঙ্গে তাঁর সম্পর্ক৷ এখন সংস্থার চিফ বিজনেস ডেভলপমেন্ট অফিসার তিনি৷ সংস্থার ফ্যামিলি ইভেন্টে তাঁকে দিব্যি চমকে দিয়েছে বসের কাছ থেকে পাওয়া মার্সিডিজ-উপহার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala man receives Merecedes Benz SUV as gift: ২২ বছর ধরে কর্মরত একই সংস্থায়, মালিকের কাছ থেকে মার্সিডিজ বেঞ্জ উপহার পেলেন কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল