Eerie Haunted Village: খরায় জেগে উঠেছে ৩০ বছর আগে সলিল সমাধি হওয়া গ্রামের কঙ্কাল, ভৌতিক পরিবেশে ত্রস্ত মানুষ

Last Updated:

Eerie Haunted Village: গ্রামের কঙ্কাল এখন দাঁড়িয়ে আছে ভূতুড়ে ঘটনার মতো৷ ১৯৯২ সালে বাঁধ নির্মাণের জন্য এই গ্রামের সলিল সমাধি হয়েছিল৷

বাঁধ নির্মাণ করতে গিয়ে আস্ত গোটা একটি গ্রাম ডুবে গিয়েছিল জলে! সেই গ্রাম আবার জেগে উঠেছে বাঁধের নীচ থেকে৷ প্রকৃতির এই অমোঘ লীলা ধরা পড়েছে স্পেনে৷ গ্রামের কঙ্কাল এখন দাঁড়িয়ে আছে ভূতুড়ে ঘটনার মতো৷ ১৯৯২ সালে বাঁধ নির্মাণের জন্য এই গ্রামের সলিল সমাধি হয়েছিল৷
কিন্তু স্পেন পর্তুগাল সীমান্তে (Spain Portugal border) অ্যাসিরিদো গ্রামে তীব্র খরায় সেই বাঁধ এখন শুকিয়ে ফুটিফাটা৷ কিন্তু ৩০ বছর আগে স্পেনের উত্তর পশ্চিম সীমান্তে গ্যালিসিয়া প্রদেশই বানভাসি হয়েছিল এই বাঁধ অল্টো লিন্দোসো-র জালাধার তৈরি করতে গিয়ে৷(Eerie Haunted Village reappears after getting submerged 3 decades back)
৬৫ বছর বয়সি স্থানীয় বাসিন্দা ম্যাক্সিমিনো পেরেজ রোমেরো সংবাদমাধ্যমকে বলেছেন, বাঁধের এই পরিবর্তন দেখে মনে হচ্ছে তিনি যেন সিনেমা দেখছেন৷ তাঁর আক্ষেপ, বছরের পর বছর ধরে খরা-সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়া বিপর্যয় চলতে থাকলে এই পরিণতিই হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা
ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, ভগ্নদশা গ্রামটির প্রতিটি কোণ৷ যেখানে এক সময় রেস্তরাঁ ছিল, সেখানে এখনও পড়ে আছে বিয়ারের বোতল৷ মরচে ধরা পাইপ থেকে এখনও চুঁইয়ে পড়ছে জলের ফোঁটা, ছড়িয়ে ছিটিয়ে আছে ধসে পড়া ছাদ এবং ইট ও কাঠের ধ্বংসস্তূপ৷
advertisement
আরও পড়ুন : ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
স্থানীয় মেয়র মারিয়া ডেল কারমেন ইয়ানেজ এই পরিস্থিতির জন্য অনাবৃষ্টিকেই দায়ী করেছেন৷ জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে প্রায় কোনও বৃষ্টি না হয়নি এই গ্রামে৷ আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই৷ এক সময় এই গ্রামেই বিছিয়ে ছিল আঙুর বাগিচা, কমলালেবুর গাছ, চারদিক আবৃত ছিল সবুজ গালিচায়৷ সে দৃশ্য ছিল অনবদ্য৷ পুরনো সেই দিনের কথা মনে পড়ছে সত্তরোর্ধ্ব বৃদ্ধ জোসে লুইস পেনিনের৷ তিনি নিজে এক সময় ওই গ্রামের বার-এ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতেন সারাদিন ধরে মাছ ধরার পর৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Eerie Haunted Village: খরায় জেগে উঠেছে ৩০ বছর আগে সলিল সমাধি হওয়া গ্রামের কঙ্কাল, ভৌতিক পরিবেশে ত্রস্ত মানুষ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement