TRENDING:

Kashmir Terror Attack: 'হঠাৎ দুটো গুলি, নিস্তব্ধ বৈসরন! লুটিয়ে পড়ল দু'জন...', এক সেনার ক্ষিপ্রতায় বাঁচে ৪০ প্রাণ! জঙ্গিরা কীভাবে মারল ২৬ পর্যটককে? প্রসন্নর হাড়হিম অভিজ্ঞতা

Last Updated:

Kashmir Terror Attack: ২২ এপ্রিল জঙ্গি হামলার সময় বৈসরন ভ্যালিতে ছিলেন কর্ণাটকের সফটওয়্যার ইঞ্জিনিয়র প্রসন্ন কুমার ভাট। এক্স হ্যান্ডেলে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে প্রসন্ন লেখেন, ভাই সেনা কর্মকর্তা, তাঁর তৎপরতায় সেদিন প্রায় ৪০ জনের জীবন বেঁচেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পহেলগাঁও: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ২২ এপ্রিল বৈসরন ভ্যালিতে ঘটা সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটক নিহত হন, আহত অনেকেই। নিহতদের দেহ ইতিমধ্যেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, বেশিরভাগেরই সম্পন্ন হয়েছে শেষকৃত্য। কাশ্মীর বেড়ানোর জন্য আদর্শ সময় মার্চ-এপ্রিল। ফলে সেদিন বৈসরন ভ্যালিতে ছিলেন বহু পর্যটক, যাদের সামনেই আততায়ীদের গুলিতে পরিবার, বন্ধুদের সামনে লুটিয়ে পড়েন ২৬ হতভাগ্য পর্যটক। আর যারা বেঁচে গেলেন! কী বলছেন তারা? ইতিমধ্যেই সেখানে উপস্থিত পর্যটকদের সঙ্গে কথা বলে আততায়ীদের স্কেচ প্রকাশ করা হয়েছে।
কাশ্মীর হামলার প্রত্যক্ষদর্শী।
কাশ্মীর হামলার প্রত্যক্ষদর্শী।
advertisement

২২ এপ্রিল জঙ্গি হামলার সময় বৈসরন ভ্যালিতে ছিলেন কর্ণাটকের সফটওয়্যার ইঞ্জিনিয়র প্রসন্ন কুমার ভাট। এক্স হ্যান্ডেলে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে প্রসন্ন লেখেন, ভাই সেনা কর্মকর্তা, তাঁর তৎপরতায় সেদিন প্রায় ৪০ জনের জীবন বেঁচেছে। প্রসন্ন লিখেছেন, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার সৌন্দর্য অবর্ণনীয়। সেদিন স্বর্গীয় সেই সৌন্দর্য রক্তের লাল রঙে ভাসছিল। ঈশ্বরের কৃপা, ভাগ্য এবং একজন সেনা অফিসারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ক্ষিপ্রতাই আমাদের গোটা পরিবার-সহ ৩৫-৪০ জনের জীবন বাঁচিয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ কাশ্মীরে সন্ত্রাস, বন্ধ পাকিস্তান সীমান্ত! এবারে ভারতে হুড়মুড়িয়ে দাম বাড়তে পারে ‘এই’ জিনিসগুলি, রইল তালিকা

প্রসন্ন লিখেছেন, প্রথমে দুটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিল। কী ঘটছে, সবাই সেটাই বোঝার চেষ্টা করেছিল। কিন্তু কয়েক সেকেন্ডেই ঘটনা স্পষ্ট হতে শুরু করে। তাঁরা দুটি মৃতদেহ দেখতে পান। ভাই ততক্ষণে বুঝতে পেরে গিয়েছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে। প্রবেশপথের দিকে ছুটে যান অনেকেই। আর সেখানেই জঙ্গিরা অপেক্ষা করছিল।

advertisement

আরও পড়ুনঃ ‘ওদের হার্টের সমস্যা, মরণাপন্ন…’, ছেলেকে বুকে জড়িয়ে পাকিস্তানি বাবা-মার কাতর আর্তি, দিল্লিতে চিকিৎসার অনুমতি দিল ভারত?

তিনি আরও লিখেছেন, “ভেড়ার দিকে যেমন বাঘের ছুটে যায়, ওরাও আমাদের দিকে এগিয়ে এল। আমরা অন্য দিকে দৌড়ানোর সিদ্ধান্ত নিলাম এবং ভাগ্যক্রমে সরু একটা রাস্তা খুঁজে পাই। আমাদের দেখে অনেকেই সেই রাস্তায় আসতে শুরু করে। ভাই দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের পরিবারকে সঙ্গে নিয়ে আরও ৩৫-৪০ জন পর্যটককে বিপরীত দিকে পরিচালিত করে। ভাই আতঙ্কিত সবাইকে নিচের দিকে দৌড়নোর নির্দেশ দিয়েছিলেন। সামনেই ঢাল ছিল, জল বইছিল, ফলে আমরা নিচের দিকে নেমেছি এবং জঙ্গিদের সরাসরি দৃষ্টি থেকে সরতে পেরেছি বুঝতে পারি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

প্রসন্ন আরও লিখেছেন, “আমরা এক ঘণ্টা সেই নিচু এলাকায় কাদাজলের মেখে বসেছিলাম। বুঝতেই পারছিলাম না একই জায়গায় থাকব নাকি অজানা দিকে ফের দৌড়নো উচিৎ। এই সময় যারা বাড়িতে রয়েছে সকলের মুখ ভাসচভহিল চোখের সামনে, ভেবেছিলাম আর হয়তো শেষ দেখা হবে না। পোস্টে আরও লেখেন, ‘এটা এমন একটা স্মৃতি হয়ে গেল যা মুছে ফেলা যাবে না জীবনে কোনওদিন। দেশে এমন ঘটনা খুবই দুঃখজনক। আমি প্রার্থনা করি কাউকে যেন এমন সন্ত্রাসের অভিজ্ঞতার সাক্ষী হতে না হয়।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terror Attack: 'হঠাৎ দুটো গুলি, নিস্তব্ধ বৈসরন! লুটিয়ে পড়ল দু'জন...', এক সেনার ক্ষিপ্রতায় বাঁচে ৪০ প্রাণ! জঙ্গিরা কীভাবে মারল ২৬ পর্যটককে? প্রসন্নর হাড়হিম অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল