TRENDING:

Narendra Modi: ‘বিশেষ’ নয় জম্মু ও কাশ্মীর! সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক’ রায়ে আশার আলো দেখছেন নরেন্দ্র মোদি

Last Updated:

জম্মু ও কাশ্মীরের মানুষকে মোদির আশ্বাস, ‘কেন্দ্রের বিজেপি সরকার তাঁদের সমস্ত স্বপ্ন পূরণ করবে৷ ’শীর্ষ আদালতের এদিনের রায় কোনও সাধারণ রায় নয়, তাঁর কথায়, ‘এই রায় একটা আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় এই রায়৷ এক শক্তিশালী, অখণ্ড ভারত গড়ার আমাদের সম্মিলিত সংকল্প, এই রায় তারই প্রমাণ’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০১৯ সালের ৫ অগাস্ট৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ধারা যা, জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের স্বীকৃতি দিত, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার৷ জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ ভেঙে দেওয়া হয় সে রাজ্যের মন্ত্রিসভা৷ তার ৪ বছর পরে আজ, ১১ ডিসেম্বর ২০২৩ কেন্দ্রের ওই সিদ্ধান্তকে ‘বৈধ’ ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ শুধু তাই নয়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে নির্বাচনের ব্যবস্থা করার বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে৷
advertisement

রায় ঘোষণাকালে, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, ৩৭০ ধারা অস্থায়ী ছিল৷ তা বাতিল করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। জম্মু ও কাশ্মীর সার্বভৌম ভারতের অন্যান্য রাজ্যের থেকে আলাদা নয় বলে এদিন মন্তব্য করে দেশের শীর্ষ আদালত৷

এদিনের রায় ঘোষণার পরেই মোদি মন্ত্রিসভায় কার্যত জয়ের পরিবেশ৷ এবিষয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুপ্রিম কোর্টের এদিনের রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন মোদি৷ লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ভাইবোনেদের কাছে এই রায় আশার আলো৷ উন্নয়ন এবং ঐক্যের বার্তাবাহী৷’

advertisement

আরও পড়ুন: মোদির গীতাপাঠ! ২৪ ডিসেম্বরে টেট কি আদৌ হবে? হাইকোর্টে গেলেন দিলীপ ঘোষ

জম্মু ও কাশ্মীরের মানুষকে মোদির আশ্বাস, ‘কেন্দ্রের বিজেপি সরকার তাঁদের সমস্ত স্বপ্ন পূরণ করবে৷’ শীর্ষ আদালতের এদিনের রায় কোনও সাধারণ রায় নয়, তাঁর কথায়, ‘এই রায় একটা আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়৷ এক শক্তিশালী, অখণ্ড ভারত গড়ার আমাদের যে সম্মিলিত সংকল্প, এই রায় তারই প্রমাণ’।

advertisement

advertisement

২০২৩ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷

আরও পড়ুন: ১২ তারিখই নগদ ৫ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্কে! আলিপুরদুয়ার থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুযোগ?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এ দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷ এই সিদ্ধান্তের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এ দিন স্পষ্ট করে দেয় যে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ, ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ‘বিশেষ’ নয় জম্মু ও কাশ্মীর! সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক’ রায়ে আশার আলো দেখছেন নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল