TRENDING:

Jaishankar on Pak Army Chief: পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি পাক সেনাপ্রধানের যোগ! আসিম মুনিরকে নিয়ে বিস্ফোরক দাবি জয়শঙ্করের

Last Updated:

ডাচ মিডিয়ার সাথে কথা বলার সময়, জয়শঙ্কর জানান যে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এক শ্যাডো জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিল। সেই গোষ্ঠী পহেলগাঁও হামলার দায় স্বীকার করে৷ ভারতও জঙ্গিদের চিহ্নিত করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের উপরে যে বর্বর আক্রমণ চালিয়েছে জঙ্গিরা তার নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকেই দায়ী করলেন ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ বৃহস্পতিবার পাক সেনাপ্রধানের সমালোচনায় জয়শঙ্কর বলেন, ‘‘আসিম মুনিরের চরমপন্থী ধর্মীয় দৃষ্টিভঙ্গিই জঙ্গিদের পহেলগাঁও হামলায় আরও বেশি করে উস্কে দিয়েছে৷’’ এখানেই শেষ নয়, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে, তাকে ‘বর্বরোচিত কাজ’ হিসাবে উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী৷ জানিয়েছেন, উপত্যকায় পর্যটন শিল্পে ধাক্কা দিতে এবং ধর্মীয় বিভেদ ছড়াতেই এই হামলা চালানো হয়েছে৷ পহেলগাঁওয়ের হামলায় ২ জঙ্গি পাকিস্তানি এবং এক জন স্থানীয় ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা৷
News18
News18
advertisement

নেদারল্যান্ডসের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষ্যাৎকার দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, ‘‘এই (হামলা) পর্যটনের ক্ষতি করার এবং ধর্মীয় বিভেদ তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছিল। আর… পাক সেনাপ্রধান তো আছেনই, যিনি চরমপন্থী ধর্মীয় দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত হন… তাই কেউ কেউ (তাঁর) মতামতের সাথে নিজেকে একাত্ম মনে করতে পারেন…৷’’

পহেলগাঁও হামলার এক সপ্তাহেরও কম সময় আগে, ১৬ এপ্রিল, পাক সেনাপ্রধান জেনারেল মুনির কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন৷ বলেছিলেন, ‘‘কাশ্মীর হল ভারতের যুগুলার ভেইন৷’’ তিনি দুই দেশ তত্ত্বের সমর্থনেও কথা বলেছিলেন সেদিন, যে তত্ত্ব স্বাধীনতা পরবর্তী দেশভাগের জন্য দায়ী৷ এছাড়াও, পাকিস্তানের নাগরিকদের তিনি পরামর্শ দিয়েছিলেন, যাতে তাঁরা তাঁদের সন্তানকে শেখান যে, ‘‘তারা হিন্দুদের থেকে আলাদা৷’’

advertisement

আরও পড়ুন: ‘সিঁদুর যখন বারুদ হয়ে যায়…,’ পহেলগাঁও নিয়ে পাকিস্তানকে ফের হুঙ্কার মোদির, তিন সেনার ভূয়সী প্রশংসা

চলতি মাসের শুরুতে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি সরাসরি পহেলগাঁও হামলার সাথে ‘পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য’কে কারণ হিসাবে যুক্ত করেছিলেন।

advertisement

ডাচ মিডিয়ার সাথে কথা বলার সময়, জয়শঙ্কর জানান যে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এক শ্যাডো জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিল। সেই গোষ্ঠী পহেলগাঁও হামলার দায় স্বীকার করে৷ ভারতও জঙ্গিদের চিহ্নিত করে৷

আরও পড়ুন: ‘২২ এপ্রিলের হামলার প্রতিশোধ ২২ মিনিটে…’, রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

advertisement

তিনি বলেন, ‘‘টিআরএফ অনেক দিন ধরেই আমাদের নজরে ছিল। আমরা ইতিমধ্যেই বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নজরে এনেছি৷” তিনি জানান, ভারতের কাছে টিআরএফের সাথে হাফিজ সইদের লস্কর-ই-তৈবার সংযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে এবং ভারত তাদের কম্যান্ড সেন্টার এবং অবস্থান সম্পর্কে অবগত। তিনি বলেন, ‘‘আমরা জানি কম্যান্ড সেন্টারগুলো কোথায় – এবং ৭ মে আমরা সেই জায়গাগুলোকেই লক্ষ্য করেছিলাম।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি ভারতের অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে বলেন, ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে ‘অপারেশন সিঁদুর’ সেই কথা স্পষ্ট করে দিয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Jaishankar on Pak Army Chief: পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি পাক সেনাপ্রধানের যোগ! আসিম মুনিরকে নিয়ে বিস্ফোরক দাবি জয়শঙ্করের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল