Modi on Operation Sindoor: ‘সিঁদুর যখন বারুদ হয়ে যায়...,’ পহেলগাঁও নিয়ে পাকিস্তানকে ফের হুঙ্কার মোদির, তিন সেনার ভূয়সী প্রশংসা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পহেলগাঁওয়ের ঘটনার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘২২ এপ্রিল আমাদের বোনেদের ধর্ম জিজ্ঞেস করে তাঁদের মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা৷ বুলেট চলেছে পহেলগাঁওয়ে কিন্তু, ১৪০ কোটি ভারতীয় সেই যন্ত্রণা অনুভব করেছেন৷’’
রাজস্থান: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছিল, ভারত তার বদলা ২২ মিনিটে নিয়েছে৷ এদিন রাজস্থানের বিকানেরে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় আবারও শোনা গেল হুঁশিয়ারির সুর৷ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘সারা ভারত এবং দেশের শত্রুরা দেখেছে সিঁদুর যখন বারুদ হয়ে যায়, তখন কী হয়!’’
পহেলগাঁওয়ের ঘটনার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘২২ এপ্রিল আমাদের বোনেদের ধর্ম জিজ্ঞেস করে তাঁদের মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা৷ বুলেট চলেছে পহেলগাঁওয়ে কিন্তু, ১৪০ কোটি ভারতীয় সেই যন্ত্রণা অনুভব করেছেন৷’’
সারাভারতের মানুষের সেই সময়কার মনোভাবের কথা মনে করিয়ে দিয়ে মোদি বলেন, ‘‘ভারতের প্রত্যেক নাগরিক সেদিন ঐক্যবদ্ধভাবে চেয়েছিল যাতে আমরা ওই জঙ্গিদের ধূলোয় মিশিয়ে দিই, এবং ওদের কল্পনাতীত শাস্তি দিই৷’’
advertisement
advertisement
এদিনের সভামঞ্চ থেকেই ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ জানান, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের জন্যই পাকিস্তানের সেনা হাঁটু মুড়ে বসতে বাধ্য হয়েছে৷
ভারতীয় সেনাকে প্রত্যুত্তরের পুরো ছুট দেওয়ার বিষয়টি উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক ভারতীয়ই প্রতিশ্রুতিবদ্ধ ছিলে ওই জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে৷ আমরা সেই প্রতিশ্রুতি পালন করেছি আপনাদের আশীর্বাদে এবং ভারতীয় সেনার সাহসের দৌলতে৷ জঙ্গিদের যোগ্য জবাব দিতে আমাদের সরকার আমাদের তিন সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল৷’’
advertisement
তিনি বলেন, ‘‘এই তিন বাহিনীর যৌথ পরিকল্পনা এতটাই মোক্ষম ছিল যে পাকিস্তানের সেনাকে হাঁটু মুড়ে (আমাদের সামনে) বসে পড়তে হয়েছিল৷ যখন সিঁদুর বারুদ হয়ে যায়, তার ফল সব্বাই দেখতে পায়৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Rajasthan
First Published :
May 22, 2025 4:38 PM IST