Modi On Operation Sindoor : 'হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছি পাকিস্তানকে...', অপারেশন সিঁদুরের ১ মাস পূর্তিতে বিকানেরে হুঙ্কার মোদির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Modi On Operation Sindoor: অপারেশন সিঁদুরের ১ মাস পূর্তিতে আজ বিকানেরে সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমাদের মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে যে পাকিস্তান লালিত জঙ্গিরা তাদের মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী।"
বিকানের: “ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে।” অপারেশন সিঁদুরের ১ মাস পূর্তিতে আজ বিকানেরে সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমাদের মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে যে পাকিস্তান লালিত জঙ্গিরা তাদের মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী।”
২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখেছে গোটা বিশ্ব!
advertisement
আরও পড়ুন: ‘হুইস্কি’ না ‘বিয়ার’ কোনটি ‘কম’ ক্ষতিকর…? স্বাস্থ্যের জন্য কোনটি ভাল, জানুন বিশেষজ্ঞদের মত
advertisement
অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধনে আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এই স্টেশনগুলি ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 12:56 PM IST