আরও পড়ুন: সরকারকে কর দেননি, বন্ধ হয়ে যাচ্ছে ৫ লাখের উপর সিম কার্ড, কড়া পদক্ষেপ পাকিস্তান সরকারের
ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টারের করা একটি স্টাডিতে চাঁদে বিপুল পরিমাণ জলের সন্ধান পাওয়া গিয়েছে। এই গবেষণায় যুক্ত ছিলেন আইআইটি ধানবাদ এবং আইআইটি কানপুরের গবেষকেরাও। গবেষণায় জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠের তুলনায় মাটির নীচে প্রায় ৫ থেকে ৮ গুণ বেশি জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। ইসরো আরও জানিয়েছে এই বিপুল পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত আছে চাঁদের দুই মেরুতে।
advertisement
আরও পড়ুন: ‘সাত পাকে বাঁধা পড়ে নিয়ম মেনে বিয়ে না করলে হিন্দু বিয়ে বৈধ নয়’, বলল সুপ্রিম কোর্ট
এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিস পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও।