শুক্রবার ইন্ডিগো-র প্রায় ১০০০ উড়ান বাতিল হয়েছিল৷ শনিবার সংখ্যাটা ছিল ৭০০-র আশেপাশে৷ সেই তুলনায় এ দিন বাতিল হওয়া উড়ানের সংখ্যা কিছুটা কমেছে৷ তার পরেও অবশ্য সমাজমাধ্যমে হয়রানির অভিযোগে এ দিনও সরব হয়েছেন ইন্ডিগো-র বহু যাত্রী৷
শনিবার ইন্ডিগো-র বিবৃতিতে দাবি করা হয়েছিল, যে ১৩৮টি বিমানবন্দর থেকে তাদের উড়ান পাওয়া যায়, তার মধ্যে ১৩৫টি থেকেই পুনরায় পরিষেবা শুরু করতে পেরেছে তারা৷ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য ইন্ডিগো-কে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷
advertisement
যদিও শনিবার দিল্লি এবং মুম্বই বিমানবন্দর থেকে ২২০টি উড়ান বাতিল করেছে সংস্থা৷ এর মধ্যে ১১২টি উড়ান বাতিল হয়েছে মুম্বই বিমানবন্দরে৷ ১০৯টি উড়ান বাতিল হয়েছে দিল্লি বিমানবন্দরে৷ বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল হয়েছে ১১৪টি উড়ান৷
ইন্ডিগো অবশ্য দাবি করেছে, গতকাল ১৫০০ উড়ান চালানোর পর এ দিন ১৬৫০টি উড়ান চালানোর আশা করছে তারা৷ সময়ানুবর্তিতার ক্ষেত্রেও তারা শনিবারের তুলনায় ৭৫ শতাংশ উন্নতি করেছে বলে দাবি করেছে ইন্ডিগো৷ স্বাভাবিক অবস্থায় ইন্ডিগো দিনে প্রায় ২৬০০টি উড়ান চালাতো৷
