TRENDING:

Maharashtra Accident: ছশো ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬!

Last Updated:

এ দিন বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ একটি টয়োটা ইনোভা গাড়িতে সাত জন ছিলেন৷ সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা৷ ছশো ফুট গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল ছ জনের৷ রবিবার বিকেলে নাসিকের সপ্তশৃঙ্গ গড় ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এ দিন বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ একটি টয়োটা ইনোভা গাড়িতে সাত জন ছিলেন৷ সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ মৃতরা প্রত্যেকেই নিপাড়ের পিম্পলগাঁও বসন্ত এলাকার বাসিন্দা৷ ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়৷ গাড়িটিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷

মৃতরা হলেন কীর্তি পটেল (৫০), রসিলা পটেল (৫০), ভিত্তল পটেল (৬৫), লতা পটেল (৬০), ভাচান পটেল (৬০) এবং মনিবেন পটেল (৭০)৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে পুলিশ৷ পুলিশ ছাডা়ও উদ্ধার কাজে হাত লাগায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

দুর্ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার এবং প্রশাসন মৃতদের পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ৷ দ্রুত উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Accident: ছশো ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল