২৫ অক্টোবর ডিমাপুর এবং চাপরমুখের রেলওয়ে সুরক্ষা বাহিনী দল উদ্ধার অভিযান চালায়। এই অভিযানে মোট ৩ জন পলাতক নাবালককে (২ জন ছেলে এবং ১ জন মেয়ে) সফলভাবে উদ্ধার করা গিয়েছে। ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে আগরতলা, ডিমাপুর, কিষাণগঞ্জ এবং আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর দল গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান চালায়।
advertisement
এই অভিযানের সময়, ডিমাপুর থেকে ৩ জন নাবালক ছেলে, আলিপুরদুয়ার জংশন থেকে ২ জন এবং আগরতলা এবং কিষাণগঞ্জ স্টেশন থেকে ১ জন করে নাবালক মেয়েকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ‘মেরি সহেলি’ পদক্ষেপের অধীনে, যে-সমস্ত মহিলা যাত্রী একা ভ্রমণ করছেন, তাঁদের সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 9:35 AM IST
