দ্রুতগতিতে ছুটে আসা অ্যাম্বুলেন্স পিষে দিল বাইক আরোহীকে! ভয়াবহ দুর্ঘটনায় বেঙ্গালুরুতে মৃত ২!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুতে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। শনিবার, দ্রুতগতিতে আসা এক অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে ধাক্কা মারে। জানা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে ছিল মোটরবাইকগুলি সেখানেই অ্যাম্বুলেন্সটি এসে ধাক্কা মারে।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। শনিবার, দ্রুতগতিতে আসা এক অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে ধাক্কা মারে। জানা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে ছিল মোটরবাইকগুলি সেখানেই অ্যাম্বুলেন্সটি এসে ধাক্কা মারে।
এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রিচমণ্ড সার্কেলে রাত এগারোটার সময়। দুর্ঘটনার অভিঘাত এতটাই যে অ্যাম্বুলেন্স প্রায় তিনটি মোটরসাইকেলকে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তারপরে শেষে একটি পুলিশের একটি আউটপোস্টে ধাক্কা মারে।
এই ঘটনায় ৪০ বছরের ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানু স্কুটারে ছিলেন তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারার পরেই সাহায্যের জন্য এগিয়ে আসে আশেপাশের মানুষ। গাড়ির নিচে আটকে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। একটি ভিডিও-তে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স বহু মানুষ ঘিরে রয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে আছে ভাঙাচোরা মোটরসাইকেল।
দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন জনতা। স্থানীয় মানুষেরা ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উল্টে দেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 6:07 PM IST

