ক্রমেই বিষিয়ে উঠছে বাতাস! দিল্লিতে সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না মায়েরা! সরকারের হস্তক্ষেপের দাবি

Last Updated:

দিল্লির বাতাসে ক্রমেই বিষিয়ে আসছে বাতাস। দীপাবলির পর থেকেই গর্ভবতী মায়েদের শ্বাস নিতে সমস্যা হতে শুরু হয়েছে বলে অভিযোগ।

রবিবারেও হাঁসফাঁস অবস্থা দিল্লির
রবিবারেও হাঁসফাঁস অবস্থা দিল্লির
দিল্লি: দিল্লির বাতাসে ক্রমেই বিষিয়ে আসছে বাতাস। দীপাবলির পর থেকেই গর্ভবতী মায়েদের শ্বাস নিতে সমস্যা হতে শুরু হয়েছে বলে অভিযোগ।
দিল্লিতে গত মাস থেকেই দূষণের ছবিটা ভয়াবহ হয়ে উঠেছে। সেই পরিস্থিতি আরও বিগড়ে দিয়েছে দীপাবলির পর থেকে। রাজধানীর বাতাসের গুণগত মান (একিউআই) কিছুতেই ‘খারাপ’ এবং ‘খুব খারাপ’ পর্যায় থেকে ভাল বা সন্তোষজনক পর্যায়ে পৌঁছচ্ছে না। রবিবারেও একিউআই ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সিপিসিবি-এর তথ্য অনুযায়ী, রবিবার রাজধানীর একিউআই ৪২১-এ পৌঁছেছে। ফলে, দূষণের জেরে শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালার মতন উপসর্গ দেখা দিচ্ছে।
advertisement
এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম (একিউইডব্লিউএস) বলছে, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের কম থাকলে দূষণকারী বস্তু ছড়িয়ে পড়তে পারে না। সে ক্ষেত্রে দূষণের মাত্রা আরও বাড়তে থাকে। একিউইডব্লিউএস বলছে, ৪ নভেম্বর, আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত খারাপ’ থাকতে পারে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্রমেই বিষিয়ে উঠছে বাতাস! দিল্লিতে সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না মায়েরা! সরকারের হস্তক্ষেপের দাবি
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement