উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধার্থে, আনন্দ বিহার টার্মিনাল –জোগবানী এবং আনন্দ বিহার টার্মিনাল –পূর্ণিয়া জং-এর মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার টার্মিনাল – জোগবানী) স্পেশাল ০৭ থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রতি মঙ্গলবার ২৩:৪৫ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ০৫:২০ ঘণ্টায় যোগবানী পৌঁছবে।
advertisement
ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০০৯ (জোগবানী –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৯:০০ ঘণ্টায় জোগবানী থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ২০টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনটিতে যাত্রীদের জন্য এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ থাকবে।
আরেকটি ট্রেন নং. ০৪০৪৮ (আনন্দ বিহার টার্মিনাল – পূর্ণিয়া) স্পেশাল ০৮, ১১, ১৪ ও ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে ১৫:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় পূর্ণিয়া পৌঁছবে। ফেরত আসার সময় ট্রেন নং. ০৪০৪৭ (পূর্ণিয়া –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯, ১২, ১৫, ও ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে ১৬:৫৫ ঘণ্টায় পূর্ণিয়া থেকে রওনা দিয়ে পরের দিন ১৭:৫০ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ট্রেনটি যাত্রীদের জন্য সাধারণ সিটিং কোচ সহ অ-সংরক্ষিত হিসাবে চলবে।
