TRENDING:

Indian Railway: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন

Last Updated:

উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধার্থে, আনন্দ বিহার টার্মিনাল –জোগবানী এবং আনন্দ বিহার টার্মিনাল –পূর্ণিয়া জং-এর মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনের রবিবার কালীপুজো৷ দীপাবলি তারপর৷ এই উৎসবের মরসুমে ভিনরাজ্যে থাকা মানুষ বাড়ি ফিরবেন অনেকেই৷ সেই কথা ভেবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে৷ তাহলে দেখে নেওয়া যাক, কী কী বিশেষ ট্রেন থাকছে এই উৎসবের মরসুমে৷
advertisement

উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধার্থে, আনন্দ বিহার টার্মিনাল –জোগবানী এবং আনন্দ বিহার টার্মিনাল –পূর্ণিয়া জং-এর মধ্যে উভয় দিকে চারটি ট্রিপের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার টার্মিনাল – জোগবানী) স্পেশাল ০৭ থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রতি মঙ্গলবার ২৩:৪৫ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ০৫:২০ ঘণ্টায় যোগবানী পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন

ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০০৯ (জোগবানী –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৯:০০ ঘণ্টায় জোগবানী থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ২০টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনটিতে যাত্রীদের জন্য এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ থাকবে।

advertisement

আরও পড়ুন: কোবরার বিষে তুরীয় নেশা! বিদেশি মেয়ে এনে উদ্দাম নাচ, Big boss উইনারের পার্টিতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
জিলিপি তো খেয়েছেন, কিন্তু পুরুলিয়ার এই 'বিউলির জিলিপি' খেয়েছেন!
আরও দেখুন

আরেকটি ট্রেন নং. ০৪০৪৮ (আনন্দ বিহার টার্মিনাল – পূর্ণিয়া) স্পেশাল ০৮, ১১, ১৪ ও ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে ১৫:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:০৫ ঘণ্টায় পূর্ণিয়া পৌঁছবে। ফেরত আসার সময় ট্রেন নং. ০৪০৪৭ (পূর্ণিয়া –আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০৯, ১২, ১৫, ও ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে ১৬:৫৫ ঘণ্টায় পূর্ণিয়া থেকে রওনা দিয়ে পরের দিন ১৭:৫০ ঘণ্টায় আানন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ট্রেনটি যাত্রীদের জন্য সাধারণ সিটিং কোচ সহ অ-সংরক্ষিত হিসাবে চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: উৎসবের মরসুমে বাড়ি ফেরার দারুণ সুযোগ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এবার ফেস্টিভ স্পেশাল, কবে কোন ট্রেন এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল