Assembly Elections 2023: ভোটের ঠিক দু’দিন আগে মাওবাদী হামলায় কুপিয়ে খুন বিজেপি নেতা, ছত্তীসগড়-মিজোরামে আজ শেষবেলার প্রচার

Last Updated:

রবিবার মধ্যপ্রদেশে দু’টি নির্বাচনী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথম সভা করবেন সিওনির লখনদনে এবং অন্যটি খান্দাওয়ায়৷ দুপুর ১২টায় সিওনির লখনদনে সভা করার পরে মোদি রওনা দেবেন খান্দাওয়ার উদ্দেশে৷ সেখানে বিকাল সাড়ে ৩টে নাগাদ পরবর্তী নির্বাচনী জনসভায়।

নয়াদিল্লি: ৭ নভেম্বর ভোট৷ তার আগে, আজ, রবিবার শেষবেলার প্রচার ছত্তীসগড় এবং মিজোরামে৷ দিনভর তাই ঠাসা কর্মসূচি সব দলের নেতানেত্রীদের৷ এদিন ছত্তীসগড়ে দু’টি সমাবেশ করতে চলেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ শনিবারই সভা সেরে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ অন্যদিকে, ভোটের ঠিক তিন দিন আগেই ছত্তীসগড়ে মাওবাদী হামলায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক৷ সব মিলিয়ে ছত্তীসগড়ে চড়ছে ভোটের পারদ৷
রতন দুবে ছিলেন ছত্তীসগড় বিজেপির নারায়ণপুর জেলা ইউনিটের সভাপতি৷ কৌশলনগর জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ স্থানীয় সূত্রের খবর, শনিবার কৌশলনগর বাজার এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন৷ সেখানেই তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ৷ বিজেপি নেতার খুনের ঘটনায় মাওবাদী যোগ রয়েছে বলে দাবি করছে প্রশাসন৷
আরও পড়ুন: কোবরার বিষে তুরীয় নেশা! বিদেশি মেয়ে এনে উদ্দাম নাচ, Big boss উইনারের পার্টিতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের
অন্যদিকে, শনিবারই ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে শেষ জনসভা সেরে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বাভাবিক ভাবেই এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর নিশানায় ছিল কংগ্রেস৷ সম্প্রতি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি কাণ্ডে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম উঠে এসেছে৷ শনিবার সেই মহাদেব অ্যাপকে নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। ছত্তীসগড়ের দুর্গে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি অভিযোগ তোলেন, বিধানসভা নির্বাচনে প্রচারের পিছনে ‘বেআইনি’ উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করছে ছত্তীসগড় কংগ্রেস।
advertisement
advertisement
এদিকে, ছত্তীসগড়ের কাওয়ার্ধায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, ছত্তীসগড়ে ক্ষমতায় এলে ‘লাভ জিহাদ’ এবং গরু চোরাচালানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি। মোদির মতো, এদিন যোগীর নিশানাতেও ছিল কংগ্রেস৷ এমনকি, কংগ্রেসকে দেশ, সমাজ ও মানুষের জন্য সমস্যা বলে দেগে দিতেও ছাড়েননি তিনি।
আরও পড়ুন: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র
রবিবার মধ্যপ্রদেশে দু’টি নির্বাচনী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথম সভা করবেন সিওনির লখনদনে এবং অন্যটি খান্দাওয়ায়৷ দুপুর ১২টায় সিওনির লখনদনে সভা করার পরে মোদি রওনা দেবেন খান্দাওয়ার উদ্দেশে৷ সেখানে বিকাল সাড়ে ৩টে নাগাদ পরবর্তী নির্বাচনী জনসভায়।
advertisement
এদিকে, শনিবারই রাজস্থান নির্বাচনের জন্য প্রার্থীদের ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে কংগ্রেস৷ ঘোষণা করা হয়েছে ২২ জন প্রার্থীর নাম। ভরতপুর আসনটি ইন্ডিয়া শরিক রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) জন্য ছেড়ে দিয়েছে কংগ্রেস। এখনও পর্যন্ত, রাজস্থানের ২০০টি আসনের জন্য মোট ১৭৮ জন প্রার্থী ঘোষণা করেছে রাজস্থান কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections 2023: ভোটের ঠিক দু’দিন আগে মাওবাদী হামলায় কুপিয়ে খুন বিজেপি নেতা, ছত্তীসগড়-মিজোরামে আজ শেষবেলার প্রচার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement