TRENDING:

মর্মান্তিক! নাচতে-নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী, হৃদরোগে মৃত্যু 'পার্বতী'-র

Last Updated:

সরগরম মঞ্চ, নৃত্য পরিবেশন করছিলেন শিল্পী! আচমকাই নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়লেন নীল শাড়ি পরে 'পার্বতী'। দর্শক ভেবেছিলেন, হয়তো নাচেরই অঙ্গ। যতক্ষণে ঘটনার অস্বাভাবিকতা স্পষ্ট হল, ততক্ষণে সব শেষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viralv#জম্মু ও কাশ্মীর: সরগরম মঞ্চ, নৃত্য পরিবেশন করছিলেন শিল্পী! আচমকাই নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়লেন নীল শাড়ি পরে 'পার্বতী'। দর্শক ভেবেছিলেন, হয়তো নাচেরই অঙ্গ। যতক্ষণে ঘটনার অস্বাভাবিকতা স্পষ্ট হল, ততক্ষণে সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যোগেশ গুপ্ত নামে ওই শিল্পীর।
advertisement

বুধবার রাতে এহেন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জম্মু। জম্মুর বিষ্ণা এলাকায় গণেশ উৎসব চলছিল। সেখানেই পার্বতী সেজে নৃত্য পরিবেশন করছিলেন যোগেশ। নাচতে নাচতে হঠাৎ করে মঞ্চে বসে পড়েন, তার পর শুয়ে পড়েন। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কিন্তু শিল্পী নড়ছেন না! উপস্থিত দর্শকেরা তখনও কিছু বুঝে উঠতে পারেননি কী হচ্ছে। খটকা লাগতে মঞ্চে প্রবেশ করেন নাটকের 'শিব'! পার্বতীর গায়ে হাত দিতেই চমকে ওঠেন! চেঁচিয়ে ওঠেন সাহায্য চেয়ে! নাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান পার্বতীরূপী যোগেশ এবং কিছু পড়ে মৃত্যু হয় তাঁর।

advertisement

আরও পড়ুন: লালুপ্রসাদকে সাজা দিয়েছিলেন তিনি, এবার ৫৯ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সেই বিচারক

আরও পড়ুন: নীতীশ-বিজেপি যোগের অভিযোগে ট্যুইট, মুহূর্তে ডিলিট, হঠাৎ বিতর্কে প্রশান্ত কিশোর

দেখুন সেই ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত  শিল্পী যোগেশ গুপ্ত  জম্মু ও কাশ্মীরের  বাসিন্দা। পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন । গণেশ উৎসব উপলক্ষে  জম্মুর বিসনাহ এলাকায় একটি জলসায় পার্বতী সেজেছিলেন যোগেশ। ঘটনার একটি ভিডিও  ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে  নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন যোগেশ। দর্শক, সহশিল্পীরাও মনে করেছিলেন নাচের অংশ হিসেবেই মঞ্চে পড়ে গিয়েছিলেন তিনি,  যা দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়। আদতে নাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর শিবরূপী এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। বুঝতে পোআরেন অঘটন ঘটেছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মর্মান্তিক! নাচতে-নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী, হৃদরোগে মৃত্যু 'পার্বতী'-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল