নীতীশ-বিজেপি যোগের অভিযোগে ট্যুইট, মুহূর্তে ডিলিট, হঠাৎ বিতর্কে প্রশান্ত কিশোর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগে প্রশান্ত কিশোর বলেছিলেন, নীতীশের বিজেপির সঙ্গ ত্যাগ আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেললেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না৷
#নয়াদিল্লি: হঠাৎ করেই বিহারের রাজনীতি জাতীয় খবরের শীর্ষে৷ এ বারে সেই খবরের দুই মেরু প্রশান্ত কিশোর ও নীতীশ কুমার৷ নীতীশ কুমারের সঙ্গে বিজেপি যোগের কথা মনে করিয়ে দিতে বৃহস্পতিবার একটি ট্যুইট করেন প্রশান্ত কিশোর৷ সেই ট্যুইটে বেশ কয়েক জোড়া ছবি ছিল নীতীশের, যেখানে প্রধানমন্ত্রীর সামনে নতজানু হয়ে অভিবাদন গ্রহণ করতে দেখা যাচ্ছে নীতীশ কুমারকে৷ নীতীশের বিজেপি যোগের কথা মনে করিয়ে দিতে এই ট্যুইট করেও কয়েক মুহূর্তে সেটি ডিলিটও করে দেন প্রশান্ত৷ কিন্তু হঠাৎ করে এই নাটকীয় পরিস্থিতি তৈরি হল কী করে!
কয়েকদিন আগে প্রশান্ত কিশোর বলেছিলেন, নীতীশের বিজেপির সঙ্গ ত্যাগ আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেললেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না৷ তারই পাল্টা বুধবার নীতীশ কুমার বলেন, প্রশান্ত কিশোর পাবলিসিটি স্টান্ট করছেন৷ হতে পারে প্রশান্ত কিশোর তলায় তলায় বিজেপির হয়ে কাজ করছেন৷ তার পরেই বৃহস্পতিবার সকালে হঠাৎই ট্যুইট করে প্রশান্ত কিশোর৷ সেখানে তিনি নীতীশ ও মোদির ছবির একটি কোলাজ পোস্ট করেন৷ যদিও ট্যুইট করার মুহূর্তের মধ্যেই সেটি ডিলিটও করা হয়ে যায়৷ কেন করলেন তিনি এমন! জাতীয় রাজনীতিতে মোদি বিরোধিতার মঞ্চে এঁরা দু’জন একমঞ্চে থাকলেও, বিহারের আঞ্চলিক রাজনীতিতে এঁরা একসঙ্গে নেই৷ বরং সেখানে নতুন করে নিজের দাগ কাটতে চাইছেন প্রশান্ত, উল্টোদিকে ক্ষমতা ধরে রাখাই লড়াই লড়তে হচ্ছে নীতীশ কুমারকে৷ তা হলে কী বিহারের বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াইয়ে নামবেন দু’জনে, সেটাই এখন প্রশ্ন৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'আগে তো প্রমাণ করতে হবে', বিস্ফোরক মমতা! ইডি-কে বেনজির আক্রমণ, তোলপাড় বাংলা
সম্প্রতি বিজেপির সঙ্গ ত্যাগ করে এক লহমায় বিরোঝী আরজেডির সঙ্গে জোট সরকার তৈরি করেছেন নীতীশ কুমার৷ নতুন সরকারের ফলে রাতারাতি বিজেপি শাসিত রাজ্য থেকে বিহার হয়েছে বিরোধী শাসিত রাজ্য৷ সেদিক থেকে দেখতে গেলে, এই রাজনৈতিক ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ তার পরেই প্রশান্তের কাছে প্রশ্ন গিয়েছিল এই রাজনৈতিক পালাবদল নিয়ে৷ সে খানে প্রশান্তের মতামতের পর পাল্টা মতামত দেন নীতীশ কুমারও৷ তিনি বলেন, ‘‘কেউ যখন এ ভাবে কথা বলছেন, তাঁর অর্থ তাঁর কোনও সুপ্ত দাবি আছে৷ হতে পারে তিনি বিজেপির সঙ্গ ধরতে চান বা লুকিয়ে বিজেপির হয়ে কাজ করতে চান৷’’ এই কথার প্রেক্ষিতেই প্রশান্তের আজকের ট্যুইট, মনে করা হচ্ছে এমনই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 3:37 PM IST