'আগে তো প্রমাণ করতে হবে', বিস্ফোরক মমতা! ইডি-কে বেনজির আক্রমণ, তোলপাড় বাংলা

Last Updated:

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''ইডি সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছে। মলয় নিজে জানিয়ে দিয়েছে নিজের জবাব। আমি চাই বিজেপি এজেন্সিকে আরও বেশি করে ব্যবহার করুক।''

মমতার বিস্ফোরণ
মমতার বিস্ফোরণ
#কলকাতা: বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন থেকে বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, ''ইডি সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছে। মলয় নিজে জানিয়ে দিয়েছে নিজের জবাব। আমি চাই বিজেপি এজেন্সিকে আরও বেশি করে ব্যবহার করুক। তাতে আমাদের লাভ বেশি। ছবি দেখিয়ে বলছে, এত এত কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হয়েছে। কী প্রমাণ আছে তার? আগে তো প্রমাণ করতে হবে।''
দিল্লিতে নেতাজি মূর্তি নিয়ে এদিন ফের কেন্দ্রকে বিঁধেছেন মমতা। লিখেছেন, ''আমাদের আন্ডার সেক্রেটারি মারফত একটি চিঠি পাঠানো হয়। দিল্লিতে নেতাজির স্ট্যাচু উদ্বোধন নিয়ে আমাদের সেভাবে কিছু জানানো হয়নি। মুখ্যসচিব উত্তর দিয়েছেন। ওরা তো সব ভেঙে দিয়েছে। আমি তাই আগে করে দিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। আমাদের তো কিছু জানানো হয়নি।''
advertisement
advertisement
মমতার সংযোজন, ''আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। ভাবছে, তৃণমূলের কিছু স্ট্রং নেতাদের জেলে ঢুকিয়ে কর্মীদের ভয় দেখাবে। তৃণমূলের কর্মীরা ভয় পায় না। তারা লড়াই করতে জানে। তৃণমূলের ৯৯% কর্মী সৎ। দু-একজন দোষ করে থাকলে আইনত ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য গোটা দলটাকে চোর বলা হচ্ছে।''
advertisement
বিস্তারিত আসছে...
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আগে তো প্রমাণ করতে হবে', বিস্ফোরক মমতা! ইডি-কে বেনজির আক্রমণ, তোলপাড় বাংলা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement