রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা

Last Updated:

Madan Mitra: মদন মিত্রের সংযোজন, ''বয়সের ভার হয়ে যাচ্ছে। ৮০ কেজি ওজন। আর নয়। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।''

অবসরের পথে মদন?
অবসরের পথে মদন?
#কলকাতা: তাপস রায়ের পর এবার মদন মিত্র! রাজনীতি থেকে অবসর নিতে চান কামারহাটির তৃণমূল বিধায়ক? জল্পনা উসকে দিলেন খোদ মদন মিত্র'ই। ২০২৬ সালের পর আর রাজনীতি করার ইচ্ছে নেই বলেই প্রকারান্তরে বুঝিয়ে দিলেন মদনবাবু। ঠিক কী বলেছেন তিনি? এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, ''২০২৬ পর্যন্ত এমএলএ আছি। তারপর ভাবতে হবে, আর ভোটে দাঁড়াব কিনা, সবাইকেই ভাবতে হবে। এখন যখন বিধানসভায় যাই, অনেকে বলেন ১১ বারের বিধায়ক। মেসি কখনও বলবে না, ১১টা বিশ্বকাপ খেলেছি। তাই সকলকেই ভাবতে হবে।''
এখানেই শেষ নয়, মদনের সংযোজন, ''বয়সের ভার হয়ে যাচ্ছে। ৮০ কেজি ওজন। আর নয়। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।'' জনপ্রিয় গানের লাইন যুক্ত করে মদন বলেন, ''যেটা ছিল না, ছিল না, সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন।'' মদন মিত্রের এই মন্তব্যের পরই তুঙ্গে উঠেছে জল্পনা।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস রায়ও এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেছিলেন, রাজনীতিতে সব দলেরই উচিত বয়সসীমা বেঁধে দেওয়া। তার বক্তব্য একটি নির্দিষ্ট বয়সের পর রাজনীতি ছেড়ে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত। তার এই মন্তব্যের পরেই এখন জোর চর্চা শুরু হয়েছিল। এবার সেই তালিকায় নতুন সংযোজন মদন মিত্র।
advertisement
যদিও অনেকেই মনে করছেন কোথাও একটা অভিমান তৈরি হয়েছে তাপস রায়ের। তবে, তাপস রায় সেই কথা মানতে রাজি নন ৷ তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘‘আমি যেটা বলছি, দুটি কথাই আমার ব্যক্তিগত মতামত। আমি সেটা পালন করব। আমি রাজনীতিতে আপার এজ লিমিট থাকা উচিত বলে মনে করি। আমি সেটা পালন করব। কারণ আমরা নব প্রজন্মকে স্বাগত জানাব আর নিজেরা জায়গা ধরে রাখব এটা হয় না। তাহলে নিউ জেনারেশন সামনে আসবে কি করে? এটা আমার অনুভূতির কথা।’’
advertisement
তিনি জানিয়েছেন, ‘‘আমি রাজনীতি ছাড়ব ঠিক সময়। আমি বারবার বলেছি গাওস্কর হওয়া উচিত। সাধারণ আলাপচারিতায় গাভাস্করের উদাহরণ দিয়েছি। ব্যাটে রান থাকতে থাকতে ক্রিজ ছেড়ে দেওয়া উচিত। না হলে সিলেক্টরদের কোপে পড়তে হতে পারে। বয়স একটা ফ্যাক্টর, শরীর একটা ফ্যাক্টর। শরীর সাথ না দিলে কি উচিৎ পড়ে থাকা ? সব দলের উচিৎ বয়স সীমা বেঁধে দেওয়া। নিজেরও উচিৎ রেহাই দেওয়া। আমাদেরও উচিৎ দল বলার আগেই রেহাই দেওয়া। আমি কারও নাম করে বলছি না। আমি সাধারণ কথা বলছি। ব্যতিক্রম থাকতে পারে। নিজের মান সম্মানের কথা বলেও এটা করা উচিত। এতে দলের ভাল হয়।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement