লালুপ্রসাদকে সাজা দিয়েছিলেন তিনি, এবার ৫৯ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সেই বিচারক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পরিবারের সম্মতিতে দুজনেই বিয়ে করেন। শিবপাল সিংয়ের দুই ছেলে, নূতন তিওয়ারিরও একটি ছেলে রয়েছে। সবাই মিলে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছেন তাঁরা৷
#ঝাড়খণ্ড: কথায় বলে প্রেম কোনও বয়স মানে না৷ ঝাড়খণ্ডের গোড্ডায় এমনই এক অনন্য প্রেমের গল্প সামনে এল। এই প্রেমের গল্পে মানুষও কোনও সাধারণ মানুষ নন। একজন বিচারক এবং অন্যজন আইনজীবী৷ ৫৯ বছরের শিবপাল সিং, যিনি পশুখাদ্য কেলেঙ্কারিতে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে সাজা দিয়েছিলেন, তিনিই এবার পাত্র।
সাজা দেওয়ার সময়ে তাঁকে কঠোর বলে মনে করা হলেও আদপে যে মানুষটা রঙিন তারই প্রমাণ দিলেন তিনি৷ বিচারক শিবপাল সিংয়ের স্ত্রী প্রায় দুই দশক আগে মারা গেছেন। কিছুদিন আগে তাঁর বর্তমান স্ত্রী নূতন তিওয়ারির স্বামীও মারা যান। প্রসঙ্গত নূতন তিওয়ারি একজন বিজেপি নেত্রী৷
advertisement
advertisement
পরিবারের সম্মতিতে দুজনেই বিয়ে করেন। শিবপাল সিংয়ের দুই ছেলে, নূতন তিওয়ারিরও একটি ছেলে রয়েছে। সবাই মিলে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 5:05 PM IST