রায়পুর: আইআইটিতে বিস্ফোরক অভিযোগ, সহপাঠীদের পর্ন ছবি এবং ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হত সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের নয়া রায়পুরে।
অভিযুক্ত ছাত্রের নাম আদনান। জানা গিয়েছে আইআইটি নয়া রায়পুরের ৩০ জন ছাত্রীর ভিডিও এবং ছবি বানিয়েছে ওই যুবক। সব ক্ষেত্রেই ব্যবহার করহা হয়েছে এআই প্রযুক্তি। অভিযুক্তকে গ্রেফতার করে তার থেকে ১০০০টি ছবি এবং ভিডিও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
ধৃত ছাত্র ছত্তিসগড়ের বিলাসপুরের বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে ৩৬ জন ছাত্রীর ছবি এবং ভিডিও পাওয়া গিয়েছে ওই যুবকের ফোন থেকে। জানা গিয়েছে ৬ অক্টোবর কিছু ছাত্রী এই নিয়ে অভিযোগ জানায়, তারপরেই তদন্ত কমিটি তৈরি করা হয়। অভিযুক্ত ছাত্রের ঘর থেকে তদন্ত করা হয়, সেখান থেকেই ছাত্রের ল্যাপটপ, মোবাইল, পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়।
ওই পড়ুয়াকে সাসপেন্ড করেছেন আইআইটি নয়া রায়পুর কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ছাত্র বিটেকের পঞ্চম বর্ষের পড়ুয়া। এইআই প্রযুক্তি ব্যবহার করে ছাত্রীদের ছবি বিকৃত করা হত বলে অভিযোগ। সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে এই ঘটনার তদন্তে।