TRENDING:

স্ত্রীকে অশ্লী*ল ভিডিও দেখিয়ে অনুকরণ করতে বাধ্য করত স্বামী! সইতে না পেরে প্রতিশোধ নিলেন যুবতী

Last Updated:

Relationship: স্বামী-স্ত্রীর অশান্তির নির্মম পরিণতিল হল কর্নাটকের কপ্পালে। এই ঝগড়ার জেরে প্রাণ গেল স্বামীর। তবে কী নিয়ে হচ্ছিল অশান্তি, জানলে চমকে উঠবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বামী-স্ত্রীর অশান্তির নির্মম পরিণতিল হল কর্নাটকের কপ্পালে। এই ঝগড়ার জেরে প্রাণ গেল স্বামীর। নিহত ব্যক্তির বয়স ৫০ বছর, স্ত্রী মহাদেবীর সঙ্গ অশান্তির সময় তাঁকে একটি কাঠের পেষক দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
শিউরে ওঠার মতো ঘটনা
শিউরে ওঠার মতো ঘটনা
advertisement

আরও পড়ুন: ৩৫-এর যুবতীকে বিবাহ ৭৫ বছরের বৃদ্ধের, ফুলসজ্জার রাতেই দুজনে শুরু করলেন সেই কাজ! সকাল হঠাৎ বুকেব্যথা! তারপর…

প্রতিবেশীরা জানিয়েছেন ঘটনার দিন রাতে ঘটনার রাতে তাদের বাড়িতে ঝগড়া হয়েছে। পুলিশ বলছে, অশান্তি চরমে উঠলে রমেশ মহাদেবীকে আক্রমণ করেন। কাঠের পেষকের ঘায়ে রমেশ ঘটনাস্থলে ধসে পড়েন এবং পরে মারা যান।

advertisement

প্রথমে মনে করা হচ্ছিল নিহত মহেশ তাঁর স্ত্রীর হাতে টাকা দিতেন না সেই নিয়েই বিবাদ ছিল, তবে তদন্তকারীদের মতে অন্য একটি দিকও সামনে এসেছে। জানা গিয়েছে, রমেশ প্রায়ই তার স্ত্রীকে অশ্লীল ভিডিও দেখাতেন এবং তাকে সেগুলির অনুকরণ করতে চাপ দিতেন। এই নিয়েই তাদের মধ্যে অশান্তি চলত।

আরও পড়ুন: ৩৫-এর যুবতীকে বিবাহ ৭৫ বছরের বৃদ্ধের, ফুলসজ্জার রাতেই দুজনে শুরু করলেন সেই কাজ! সকাল হঠাৎ বুকেব্যথা! তারপর…

advertisement

পুলিশ সূত্রে খবর, মহাদেবী জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে তিনি ক্রমাগত চাপের কারণে বিরক্ত ছিলেন। শেষ পর্যন্ত আর এই জিনিস সহ্য করতে না পেরে মুগুর দিয়ে আঘাত করেন। আর্থিক সমস্যার সঙ্গেই যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মুনিরাবাদ পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং মহাদেবীকে হেফাজতে নিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীকে অশ্লী*ল ভিডিও দেখিয়ে অনুকরণ করতে বাধ্য করত স্বামী! সইতে না পেরে প্রতিশোধ নিলেন যুবতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল