TRENDING:

Himant Biswa Sarma on Uddhav Thackeray: 'উদ্ধব ঠাকরেও ছুটি কাটাতে অসমে আসুন', অভিযোগ উড়িয়ে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

Last Updated:

প্রসঙ্গত, একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা গত কয়েকদিন ধরেই গুয়াহাটির কাছে একটি হোটেলে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: কোনওভাবেই তিনি মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনার বিধায়কদের মদত দিচ্ছেন না৷ উদ্ধব ঠাকরের অভিযোগকে নস্যাৎ করে এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ উল্টে ছুটি কাটানোর জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও অসমে আসার আমন্ত্রণ জানালেন তিনি৷
উদ্ধবের অভিযোগ ওড়ালেন হিমন্ত৷
উদ্ধবের অভিযোগ ওড়ালেন হিমন্ত৷
advertisement

সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, 'অসমের হোটেলে এসে যদি কেউ ওঠেন, তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দোহাই দিয়ে আমি তাদের আটকাবো কী করে? আমি তো বরং চাইব যাতে সবাই এসে অসমে যত বেশিদিন সম্ভব থাকুন৷'

আরও পড়ুন: মোদিকে পাশে বসিয়ে মনোনয়ন, তার পরেই কেন মমতা- সনিয়াকে ফোন দ্রৌপদীর?

advertisement

এর পরেই তাঁকে সাংবাদিক প্রশ্ন করেন, 'উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে কী বলবেন?' জবাবে মৃদু হেসে হিমন্ত বলেন, 'আমি তো ওনাকেও অসমে এসে কয়েকদিন ছুটি কাটিয়ে যেতে বলব৷' দলের ভিতরে বিদ্রোহে উদ্ধব ঠাকরের সরকারের পতন আটকানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি পদত্যাপ করতেও তৈরি বলে জানিয়ে দিয়েছেন উদ্ধব৷ এই পরিস্থিতিতে ছুটি কাটানোর প্রসঙ্গ তুলে হিমন্ত উদ্ধবকে খোঁচা দিলেন বলেই মত রাজনৈতিক মহলের৷

advertisement

আরও পড়ুন: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

প্রসঙ্গত, একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা গত কয়েকদিন ধরেই গুয়াহাটির কাছে একটি হোটেলে রয়েছেন৷ শিবসেনায় এই বিদ্রোহের পিছনে বিজেপি-র ইন্ধন দেখছে রাজনৈতিক মহল৷ শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা বিজেপি শাসিত অসমে গিয়ে ঘাঁটি গাড়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে৷ যদিও হিমন্ত বিশ্বশর্মা এর আগে দাবি করেছিলেন, শিবসেনার এতজন বিধায়ক যে অসমে রয়েছেন, তা নাকি তিনি জানেনই না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আরও দেখুন

তবে হিমন্ত বিশ্বশর্মা যাই বলুন না কেন, তাঁর দাবি মানতে নারাজ বিরোধীরা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কটাক্ষের সুরে বলেন, 'অসম কেন, শিবসেনার বিধায়করা আমাদের এখানে এলে তো আমরা আরও ভাল যত্ন নিতাম৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Himant Biswa Sarma on Uddhav Thackeray: 'উদ্ধব ঠাকরেও ছুটি কাটাতে অসমে আসুন', অভিযোগ উড়িয়ে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল