Maharashtra Political Crisis: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷
#মুম্বাই: গুজরাতের সুরাত থেকে নিজের অনুগামী বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে গিয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা৷ অথচ সেই খবরই নাকি জানেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ মহারাষ্ট্রের বিধায়কদের অসমে ঘাঁটি গাড়া নিয়েও তাঁর সরকারের কিছু করণীয় নেই বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী৷
সংবাদসংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, 'অসমে অনেক ভাল ভাল হোটেল রয়েছে৷ যে কেউ সেখানে এসে থাকতে পারেন৷ তাতে কোনও সমস্যা নেই৷ মহারাষ্ট্রের বিধায়করা অসমে এসে রয়েছেন কি না, তাও আমি জানি না৷ অন্যান্য রাজ্যের বিধায়করাও অসমে এসে থাকতে পারেন৷'
advertisement
advertisement
একনাথ শিন্ডের হাতে ইতিমধ্যেই ৩৭ জন বিধায়কের সমর্থন চলে এসেছে৷ সবমিলিয়ে ৪২ জন বিধায়কের সমর্থন রয়েছে শিন্ডের সঙ্গে৷ গুয়াহাটির কাছেই একটি হোটেলে এই বিধায়কদের নিয়ে উঠেছেন শিন্ডে৷ সারাদিনই গোটা দেশের সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত খবর, ছবি দেখানো হচ্ছে৷ অথচ সেই খবরই নাকি নেই অসমের মুখ্যমন্ত্রীর কাছে৷
advertisement
ইতিমধ্যেই, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা অসমে পৌঁছনোর পর তাঁদের জন্য পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছিল৷ তার পরেও অসমের মুখ্যমন্ত্রী এ হেন দাবি করায়, বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
সরকার বাঁচাতে মরিয়া উদ্ধব ঠাকরের সরকার ১৭ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেছে৷ অসম সরকারের এক মন্ত্রীকেও শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের হোটেলে দেখা গিয়েছে৷ বিরোধীরাও মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে৷ এই পরিস্থিতিতে দল এবং সরকারের ভাবমূর্তি বাঁচাতেই অসমের মুখ্যমন্ত্রী এমন দাবি করলেন কি না, সেটাই প্রশ্ন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2022 10:46 AM IST