Maharashtra Political Crisis: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Last Updated:

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
#মুম্বাই: গুজরাতের সুরাত থেকে নিজের অনুগামী বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে গিয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা৷ অথচ সেই খবরই নাকি জানেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ মহারাষ্ট্রের বিধায়কদের অসমে ঘাঁটি গাড়া নিয়েও তাঁর সরকারের কিছু করণীয় নেই বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী৷
সংবাদসংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, 'অসমে অনেক ভাল ভাল হোটেল রয়েছে৷ যে কেউ সেখানে এসে থাকতে পারেন৷ তাতে কোনও সমস্যা নেই৷ মহারাষ্ট্রের বিধায়করা অসমে এসে রয়েছেন কি না, তাও আমি জানি না৷ অন্যান্য রাজ্যের বিধায়করাও অসমে এসে থাকতে পারেন৷'
advertisement
advertisement
একনাথ শিন্ডের হাতে ইতিমধ্যেই ৩৭ জন বিধায়কের সমর্থন চলে এসেছে৷ সবমিলিয়ে ৪২ জন বিধায়কের সমর্থন রয়েছে শিন্ডের সঙ্গে৷ গুয়াহাটির কাছেই একটি হোটেলে এই বিধায়কদের নিয়ে উঠেছেন শিন্ডে৷ সারাদিনই গোটা দেশের সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত খবর, ছবি দেখানো হচ্ছে৷ অথচ সেই খবরই নাকি নেই অসমের মুখ্যমন্ত্রীর কাছে৷
advertisement
ইতিমধ্যেই, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা অসমে পৌঁছনোর পর তাঁদের জন্য পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছিল৷ তার পরেও অসমের মুখ্যমন্ত্রী এ হেন দাবি করায়, বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
সরকার বাঁচাতে মরিয়া উদ্ধব ঠাকরের সরকার ১৭ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেছে৷ অসম সরকারের এক মন্ত্রীকেও শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের হোটেলে দেখা গিয়েছে৷ বিরোধীরাও মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে৷ এই পরিস্থিতিতে দল এবং সরকারের ভাবমূর্তি বাঁচাতেই অসমের মুখ্যমন্ত্রী এমন দাবি করলেন কি না, সেটাই প্রশ্ন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement