সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে বিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়৷ প্রথম স্বামীকে পথ দুর্ঘটনায় হারানোর পর ১৪ বছর বয়সি মেয়েকে নিয়ে তিনি তখন ব্যক্তিগত জীবনে একা৷ এরপর দুই পরিবারের সম্মতিতেই ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়৷ মধুচন্দ্রিমায় দম্পতি গিয়েছিলেন কাশ্মীরে৷ তবে দাম্পত্যে স্বাভাবিক যৌনজীবন তাঁদের ছিল না বলে ওই মহিলার অভিযোগ৷ তাঁর স্বামী জানিয়েছিলেন রাশিয়ায় থাকার সময় তিনি এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন৷ তার ফলে যৌনসঙ্গমের ক্ষমতা হারান৷ তবে তিনি নাকি এই আশ্বাসই দিয়েছিলেন যে ছোট একটা অস্ত্রোপচারের পর তাঁর স্বাভাবিক যৌনক্ষমতা ফিরে আসবে৷
advertisement
আরও পড়ুন : দেশের মাটিতে ফিরবে চিতা, নামিবিয়ায় ভারতের বোয়িং বিমান
আরও পড়ুন : একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
২০২০ সালের জানুয়ারিতে স্থূলতা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের সাহায্য নেবেন বলে জানান৷ পরে তিনি স্বীকার করেন অতীতে লিঙ্গ পরিবর্তনের জন্য তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন৷ স্ত্রীর সঙ্গে তিনি অস্বাভাবিক রীতিতে যৌনতায় লিপ্ত ছিলেন বলেও অভিযোগ৷ এই কথা বাইরে প্রকাশ করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে, এই হুমকিও তিনি স্ত্রীকে দিয়েছিলেন বলে অভিযোগ৷ দিল্লির বাসিন্দা অভিযুক্ত বিরাজ বর্ধনকে ভাদোদরায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷