TRENDING:

অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে

Last Updated:

Gujarat Couple: সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে বিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : বিয়ের আট বছর পরে গুজরাতের ভাদোদরার বাসিন্দা এক গৃহবধূ জানতে পারলেন তাঁর স্বামী এক সময়ে নারী ছিলেন৷ ৪০ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, তিনি জানতেই না তাঁর স্বামী অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষ হয়েছেন৷ গোত্রী থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিরাজ বর্ধনের নাম আগে ছিল বিজেয়তা৷ তিনি অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষে রূপান্তরিত হন৷ এফআইআর-এ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী৷
advertisement

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে বিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়৷ প্রথম স্বামীকে পথ দুর্ঘটনায় হারানোর পর ১৪ বছর বয়সি মেয়েকে নিয়ে তিনি তখন ব্যক্তিগত জীবনে একা৷ এরপর দুই পরিবারের সম্মতিতেই ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়৷ মধুচন্দ্রিমায় দম্পতি গিয়েছিলেন কাশ্মীরে৷ তবে দাম্পত্যে স্বাভাবিক যৌনজীবন তাঁদের ছিল না বলে ওই মহিলার অভিযোগ৷ তাঁর স্বামী জানিয়েছিলেন রাশিয়ায় থাকার সময় তিনি এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন৷ তার ফলে যৌনসঙ্গমের ক্ষমতা হারান৷ তবে তিনি নাকি এই আশ্বাসই দিয়েছিলেন যে ছোট একটা অস্ত্রোপচারের পর তাঁর স্বাভাবিক যৌনক্ষমতা ফিরে আসবে৷

advertisement

আরও পড়ুন : দেশের মাটিতে ফিরবে চিতা, নামিবিয়ায় ভারতের বোয়িং বিমান

আরও পড়ুন :  একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

২০২০ সালের জানুয়ারিতে স্থূলতা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের সাহায্য নেবেন বলে জানান৷ পরে তিনি স্বীকার করেন অতীতে লিঙ্গ পরিবর্তনের জন্য তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন৷ স্ত্রীর সঙ্গে তিনি অস্বাভাবিক রীতিতে যৌনতায় লিপ্ত ছিলেন বলেও অভিযোগ৷ এই কথা বাইরে প্রকাশ করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে, এই হুমকিও তিনি স্ত্রীকে দিয়েছিলেন বলে অভিযোগ৷ দিল্লির বাসিন্দা অভিযুক্ত বিরাজ বর্ধনকে ভাদোদরায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল