প্রসঙ্গত, অগস্টের মাঝখান থেকেই পেট্রোপণ্যের দামের পারদ চড়ছিল । পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় ৩ টাকা ৯৭ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ৪টাকা ২১ পয়সা। ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে টাকার দামের পতনকেই দায়ী করা হয়েছে । আজও টাকার দামের রেকর্ড পতন হয়ে দাঁড়িয়েছে ৭২.৮৮ ।
advertisement
আরও পড়ুন: প্রতিদিনই ভাঙছে রেকর্ড, আজ টাকার দামে আরও পতন
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার । এই মুহূর্তে কেন্দ্র প্রতি লিটার পেট্রোলের উপর ১৯ টাকা ৪৮ পয়সা ও ডিজেলের উপর ১৫টাকা ৩৩ পয়সা কর নিয়ে থাকে । এর উপর যোগ হয় VAT।