প্রতিদিনই ভাঙছে রেকর্ড, আজ টাকার দামে আরও পতন
Last Updated:
#নয়াদিল্লি: প্রতিদিনই নিজের রেকর্ড যেন নিজেই ভাঙছে ভারতীয় মুদ্রা ৷ দাম কমেই চলেছে প্রতিদিন ৷ ধারাবাহিকভাবে জারি রয়েছে এই পতনের হার ৷ সকালে বাজার খুলতেই মার্কিন ডলারের সপক্ষে ভারতীয় টাকার দাম গিয়ে ঠেকেছে ৭২. ৯১ টাকায় । এই পতনের হার প্রায় ২২ পয়সা । যা সর্বকালীন রেকর্ড ৷ যদিও রেকর্ড ভাঙার এই রীতি চলছে বেশ কয়েকদিন ধরেই ৷
আন্তর্জাতিক বাজারে অপোরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ফলে আমদানি ক্ষেত্রে খরচের তুলনায় সেই হারে বিদেশী মুদ্রা আসেনি ভারতে। তার সঙ্গে মার্কিন ডলারের দাম বাড়ার ফলেও এই পতন জারি থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসের শেষ ভাগে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাবও পড়েছে টাকার দামে।
Location :
First Published :
September 12, 2018 9:51 AM IST